• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদে শাকিব-ঝড়, ১১০ হলে ‘রাজকুমার’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০২:৪৩ পিএম
ঈদে শাকিব-ঝড়,  ১১০ হলে ‘রাজকুমার’
‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান ও কোর্টনি কফি । ছবি: ফেসবুক থেকে

ঈদ আসার আগেই ফিল্ম পাড়ায় শুরু হয়েছে শাকিব ঝড়। দেশে ১৫০টি হলের মধ্যে ১১০টির বেশি𓃲 হল দখল করে নিয়েছে শাকিব খানের ‘রাজকুমার’। বাকি হলে কিছু ছবি মুক্তি পাবে অন্যান্য সিনেমা। ঈদের বেশিরভাগ ছবি সিঙ্গেল স্ক্রিন (একক প্রেক্ষাগৃহ) পাচ্ছে না। তবে মাল্টিপ্লেক্সের কল্যাণে অনেক সিনেমা ‘ঈদে মুক্তি’ তকমা পাচ্ছে। কেননা ঈদের ১৪টি ছবির মধ্যে ৮টি ছবি মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। এছাড়াও যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমাসের কল্যাণে বাকি চলচ্চিত্রগুলোও ‘ঈদে মুক্তি’ তকমা পাচ্ছে।

এবারে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো হচ্ছে ‘রাজকুমা🃏র’, ‘ওমর’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘জ্বীন ২’, ‘আহারে জীবন’, ‘লিপস্টিক’, ‘সোনারﷺ চর’, ‘গ্রিন কার্ড’, ‘মায়া দ্য লাভ’ ও ‘মেঘনা কন্যা’।

এরমধ্যে জায়েদ খানের ‘সোনꦅার চর’সহ তিনটি সিনেমা স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে না। ‘লিপস্টিক’, ‘দেয়া🍃লের দেশ’, ‘সোনার চর’ ও ‘মেঘনা কন্যা’ পরিবেশন করছে অভি কথাচিত্র। পরিবেশক জানিয়েছেন, ‘লিপস্টিক’ ছবিটি কিছু একক হল পাবে। তবে ‘লিপস্টিক’সহ বাকি ছবিগুলোর একাধিক শো থাকবে মাল্টিপ্লেক্সে। ‘মায়া দ্য লাভ’ ছবিটি প্রযোজক নিজেই পরিবেশন করছেন।

শাকিব খানের ‘রাজকুমার’ পরিবেশন করছে ভার্সেটাইল মিডিয়া। প্রযোজক আরশাদ আদনান বলছেন, ‘একক হল ও মাল্টিপ্লেক্স মিলে শতাধিক হলে মুক্তি পাবে ছবিটি। আমরা চাইলে আরও হলে মুক্তি দিতে পারতাম। কিন্তু আমরা✃ আসলে চাই ভালো হলে সিনেমা মুক্তি দিতে। যেমন গাজীপুরে তিনটি সিনেমা হলই চেয়েছে সিনেমা। আমরা মান দেখেছি। কাছাকাছি দুটো হলকে না দিয়ে তিনটার মধ্যে দূরত্ব রয়েছে এমন দু💙টো হলকে রাজকুমার দিয়েছি।’

কিবরিয়া ফিল্মস পরিবেশন করছে ‘ওমর’ ও ‘আহারে জীবন’ ছবি দুটি। প্রতিষ্🍎ঠানটি সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি 𒐪একক ও মাল্টিপ্লেক্সে ‘ওমর’ মুক্তি পাবে।

মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে স্টার সিনেপ্লেক্সের ঢাকার বসুন্൩ধরা সিটি, মহাখালী, মিরপুর, ধানম-ি, মিলিটারি মিউজিয়াম, রাজশাহী,🌞 চট্টগ্রামসহ সাতটি শাখায় ১৯টি থিয়েটার রয়েছে। প্রতিদিনের শো ৭৬টি।

সিনেপ্লক্সে এই ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমা হলো ‘রাজকুমার’, ‘ওমর’, ‘দেয়ালের দেশ’, ‘আহারে জীবন’, ‘গ্রিন কার্ড’, ‘কাজলরেখা’, ‘জ্বীন ২’ ও ‘মেঘনা কন্যা’। তবে সব শাখা মিলিয়ে কোন ছবি কটি শো পাবে, তা এখনো চূড়ান্ত হয়নি। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘স্টার সিনেপ্লেক্সে এবারের ঈদে দেশীয় ৮ট🔯ি সিনেমা আমরা মুক্তি দিচ্ছি। যদিও ১৩টি সিনেমার আবেদন ছিল, তবে যাচাই-বাছাই করে আমরা ৮টি মুক্তি দিচ্ছি। এখনো শো-সংখ্যা ঠিক করা হয়নি। প্রাথমিকভাবে যে শো ঠিক হবে সেটার ওপর নির্ভর করে বাকি শো ঠিক করা হবে।’

মাল্টিপ্লেক্স ছাড়া সাধারণ দর্শকদের সিনেমা দেখার জায়গা সিঙ্গেল স্ক্রিন। প্রতি ঈদেই অনেক বন্ধ থাকা হল খোলে। বরাবরই অভিযোগ থাকে যে বিদ্যুৎ খরচ ওঠে না, তাই সেসব বন্ধ থাকে। এমন হলগুলোতেও ঈদের ছবি মুক্তি পাচ্ছে। এসব হলে ঈদের ছবি উপভোগ করা যাবে কি ন🦹া এ বিষয়ে বাংলাদেশ প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ  হোসেন উজ্জ্বল বলেন, ‘সারা দেশে অনেকগুলো হল নতুন করে খুলছে। আমরা খোঁজখবর নিয়েছি, সবগুলো হলের মান নিশ্চিত করা হয়েছে। সিনেমার ব্যবসা হলে এই হলগুলোর অনেকগুলোই খোলা থাকবে। তবে আমি মনে করি ঈদে এতগুলো ছবি মুক্তি দেওয়া ঠিক হয়নি। ঈদের পরে অর্ধেক ছবি মুক্তি দিলে খুব ভালো হতো। সিনেমা ইন্ডাস্ট্রি চাঙ্গা হতো।’

এদিকে সোনার চর-এর মাধ্যমে চিত্রনায়ক জায়েদ খান অভিনীত কোনো সিনেমা একযুগ পর ঈদে মুক্তি পাচ্ছে। জায়েদ খান সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী হলেও স্টার সিনেপ্লেক্সে কোনো হল পাননি। এ বিষয়ে আলোচিত এই অভিনেতা বললেন, ‘আমার সিনেমা নিজ জেলা শহর পিরোজপুরসহ ৭টি হলে মুক্তি পাচ্ছে। এর মধ্যে যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমাস-এর মাল্টিপ্লেক্সেও মুক্তি পাচ্ছে।’
 

Link copied!