পৃথিবীর কোথাও লাইভ কনসার্টে 🌄সেলফি তোলে না বলে মন্তব্য করেছেন, দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অঞ্জন দত্ত। সম্প্রতি ঢাকার মঞ্চ মাতান গুণী এই শিল্পী। লাইভ কনসাটে গান শুরুর আগে মঞ্চে ওঠে ভক্🍸তিদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন।
অঞ্জন দত্ত আরও বলেন, ‘পৃথিব🔥ীর কোনো লাইভ কনসাটে সেলফি তোলা হয় না। কক্ষনো না। আমি গোটা পৃথিবী ঘুরে এসেছি। তবে এটা হয় কলকাতায়, ভারতবর্ষে আর এই দেশে (বাংলাদেশ)। বিদেশে তো অন্য কোনো লোক এমন করেনা, তারা চুপচাপ গান শুনে। মনের ভেতরে গান রেখে দেয়। তারা তো সেলফি তুলেনা।
আপনারা একটা ছবি তুললেন আমার সঙ্গে, আপলোড করেদিলেন, যারা আসেনি তারা সেটা দেখলো। তার প্রশ্ন, কেন দেখবে, তারা তো পয়সা দিয়ে কনসাটে সেলফি আসেনি। আপ𒐪নার অনেক টাকা দিয়ে গান শুনতে এসেছেন। কেন, কিসের জন্য? তারা আপনার বন্ধু, আমি সঠিক জানি তারা আপনার কাছের বন্ধু না। আমি 📖আপনার কাছের বন্ধু।
অনেক দিনের বন্ধু, অনেক কাছের বন্ধু। আপনারা প্লিজ অন্তর থেকে লাইভ কনসার্ট মনের মধ্যে রাখুন। তিনি মজা করে বলেন, আর যদি সেলফি তুললেন, তুলে ছেড়ে দিলেন, তাহলে হঠাৎ কক্সবাজারে, যে𒈔মন দার্জি,লিংয়ে, কাঞ্চন জঙ্গায় চলে গেল। 🔴কেন যাবে, এটা মনের মধ্যে রাখুন। ছবি তোলাটা ভুলে যান। এই যে কথা বলছি দেখেন একজনে সেলফি তুলছেন।
এটা বিদেশ যদি হতো না, পুলিশ ধরে তুলে নিয়ে যেত। মোবাইল পকেটে তুলে দিন, সুইচ অফ করেদিন। আমিওতো অনলাইনে আসতে পারতাম, আপনাদের ভালোবেসে এখানে এসেছি, কষ্ট করে এসেছি। আপনারা গানকে ভালোবেসে♉ অন্যকে দেখতে দিন , শুনতে দিন প্লিজ। কতলোক দাড়িয়ে আছে ভাবুন। বন্ধু, আমরা সবাই বন্ধু।
পরে কনসার্টে অঞ্জন দত্তের বিখ্যাত এই গান ‘মালা’ ‘রঞ্জনা’, ‘ম্যারি অ্যান’ কিংবা ‘বৃষ্টি দেখেছি’ গানের মতো অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দেন অঞ্জন দত্ত।