• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘জওয়ান’ দেখে হতাশ পরিচালক দীপংকর দীপন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০৭:০৩ পিএম
‘জওয়ান’ দেখে  হতাশ পরিচালক দীপংকর দীপন
পরিচালক দীপংকর দীপন। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করলেও সিনেমাটি দেখে হতাশ হয়েছেন বাংলাদেশি পরিচালক দীপংকর দীপন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ🍨ক পোস্ট দিয়ে সিনেমা দেখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন দেশের এই নির্মাতা।

মঙ্গলবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে দীপংকর দীপন লেখেন, ‘জওয়ান দেখলাম আজ। জওয়ান দেখে আমি হতাশ। দুবার বেরিয়ে আসতে চেয়েছিল🍌াম, মানুষ কেন এত দেখছে সেটা দেখার জন্য শেষ অব্দি ছিলাম। বলবেন, মেইনস্ট্রিম বাণিজ্যিক ছবি–এমনই তো হবে। না ভাই, লোকেশ বা রাজামৌলি এর চেয়ে অনেক ভালো সিনেমা বানায়। তারা তো বাণিজ্যিক ছবিই বানায়।’

এসম𒉰য় কিছু উদাহরণ দিয়ে দীপন জানান, ‘বিক্রম ভেদা, রাত সাসান, কানতা🍸রা, চার্লি, দৃশ্যম, পুষ্পা, বিশ্বরুপম আরও কত কি। সাউথেরই অনেক ভালো সিনেমা। আর মালয়ালম ইন্ডাস্ট্রি তো সেরা। তারা একের পর এক মাস্টারপিস বানিয়ে চলেছে।’

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই অভিনেতা জানান, ‘জেলার দেখেও হতাশ হয়েছিলাম। তামিলে তা-ই হয়, ওটা ওদের কালচার–চলুক। কিন্তু খোদ হি🐲ন্দি সিনেমাকে পেছনে টানতে শুরু করেছে তামিল সিনেমা। অথচ হিন্দি ভাষাতেই ওএমজি, ভিকি ডোনার, কাভি আলবিদা না ক্যাহনা, থ্রি ইডিয়টস, পিকে, লাগে রাহো মুন্না ভাই, দঙ্গল, সিক্রেট সুপারস্টার, পদ্মাবত, আন্ধাধুন, বাজরাঙ্গি ভাইজান, হিন্দি মিডিয়াম ইত্যাদি সিনেমা হয়েছে, তা ভীষণভাবে ব্যবসাসফল হয়েছিল। সেখানে এখন সবচেয়ে ব্যবসাসফল সিনেমা জওয়ান। এটা আমার কাছে খুব হতাশাজনক। মিনিংলেস সিনেমা জওয়ান, গরিবের ইমোশন বেচে হাজার কোটি কামিয়ে নেয়া–এখান থেকে ৫০০ কোটি কৃষকের ফান্ডে দিয়ে দাও–তাহলে বুঝব। আমজনতার ইমোশন দিয়ে 🐻ধনীদের কাছে পয়সা কামিয়ে নেয়া। আমার তো হালের তু ঝুটি ম্যায় মাক্কারও ভালো লেগেছে। ওটারও একটা খুব ভালো ইমপ্যাক্ট আছে। পশ্চিমবঙ্গের অনেক ভালো ছবি চাপা পড়ে গেল এই জীবনের অধিক অবাস্তবতার জোয়ারে।’

দীপংকর দীপন জানান, ‘বাণিজ্যিক সিনেমা, কিন্তু মিনিংফুল–যা সাব-কন্টিনেন্টের সিনেমা 🃏জোর। আসলে আমার মনে হয়, কোভিডের পর মানুষের মনে একটা আজব মিথস্ক্রিয়া ঘটেছে। মানুষের এখন গম্ভীর বা থট প্রভোকিং কিছু ভালো লাগে না। তারা সিনেমা হলে ধুমধাম সাউন্ড, চোখধাঁধানো অ্যাকশন, লার্জার দ্যান লাইফ সিনেমা দেখতে চায়। মারভেল-ডিসির মতো। অনেকটা ঝাল চানাচুর মাখা খাবারের মতো। খেলাম, ভালো লাগে, জিহ্বায় সুড়সুড়ি লাগে। খাবার পরে শেষ, মুখ ধুয়ে ফেললাম, ভুলে গেলাম।’

দেশের জনপ্রিয় এই  নির্মাতা বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে জানান, ‘প্রিয় শাহরুখ খান এতদিন পর হি🐭ট হলো, তা-ও আবার এই জওয়ান দিয়ে। এখন ডানকি ভরসা। শাহরুখ খান তার জীবনে কিছু অবাস্তব সিনেমা করেছে। জওয়ান বোধহয় সবটাকে ছাড়িয়ে গেছে। পাঠান আমি দেখিনি। অথচ স্বদেশ, চাকদে ইন্ডিয়া, কাভি আলভিদা না ক্যাহনা, ডিয়ার জিন্দেগি, মাই নেম ইজ খান, ভীর জারা, দিলসে, বাদশা, জো জিতা উহি সিকান্দার ইত্যাদি। আমার প্রিয় শাহরুখ, কষ্ট তো লাগেই।’

এছাড়াও তিনি দেশের প্রেক্ষাগৃহে চলমান সিღনেমা  ‘অন্তর্জাল’ দেখার আহ্বান জানান।

‘অন্তর্জাল’ সিনেমার গল্প লিখেছেন দীপংকর 🎃দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মো𝔉শন পিপল স্টুডিও। এতে সময়ের আলোচিত ব্যান্ড চিরকুট, অ্যাশেজের গান রয়েছে। এর সঙ্গীতায়োজনে ছিলেন ইমন চৌধুরী ও অ্যাপাইরাস। গান লিখেছেন গীতিকার রাসেল মাহমুদ। ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এর প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে। 

Link copied!