বলিউড বাদশা শাহরুখ খানের ‘জ൲ওয়ান’ মুক্তির পরে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে। সম্প্রতি সিনেমাটির দুর্দান্ত সাফল্য উদযাপনে সংবাদ সম্মেলন করেন শাহরুখ খান। এ সময় সিনেমাটির নির্মাতা অ্যাটলি, দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শাহরুখকে ডানে-বাঁয়ে না তাকিয়ে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসেন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাডুকোন।
শাহরুখকে চুমুর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন দীপিকা নিজেই। এই নিয়ে নেট দুনিয়ায় চলছে চর্চা। সবার চ🌱োখ তখন রণবীর সিংয়ের দিকে। এই চুমু নিয়ে কী প্রতিক্রিয়া দেখাবেন তিনি। এদিকে চুমু খাওয়ার বিষয়টি নজর এড়ায়নি রণবীর সিংয়েরও। প্রকাশ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
রণবীর লেখেন, ‘ইশক মেঁ দিল বানা হ্যায়꧒, ইশক মেঁ দিলಌ ফানাহ হ্যায়।’ এটি ‘জওয়ান’ সিনেমার ‘চল্লেয়া’ গানের প্রথম দুই লাইন।
এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশে🍃র সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত সিনেমা ‘জওয়ান’। মুক্তির পর থেকেই বলিউডের নতুন ইতিহাস গড়ে যাচ্ছে শাহরুখ খান অভিনীত অ্যাকশন ড্রামা ‘জওয়ান’। সিনেমাটি ১০ দিনে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৭৮০ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৮ কোটির বেশি।