শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও এরইমধ্যে নায়িকা তকমা নামের সঙ্গে যুক্ত করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। চেষ্টা করছেন নিজেকে প্রমাণ করার। সেই ধারাবাহিকতায় এবার ‘প্রিয় প্রাক্তন’ শিরোনামের নতুন সিনেম💃া আসছেন এই অভিনেত্রী।
ইফতেখার মাহমুদ ওস🔯িনের পরিচালনায় ‘প্রিয় প্রাক্তন’ চলচ্চিত্রে দিঘীর রিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ।
তিনটি গল্পে তিন নির্মাতা নিয়ে আসছে অ্যান্থলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ඣযার একটি ‘প্রিয় প্রাক্তন’।💎 এক দম্পত্তি, ভালোবাসা, খুনসুটি, সংসার, অতঃপর একদিন ফিরে পাওয়া অতীত-এই নিয়ে জীবন জুয়ার শেষ গল্প ‘প্রিয় প্রাক্তন’।
অ্যান্🤡থলজি ফিল্ম ‘জীবন জুয়া’র অন্য একটি গল্পের নাম ‘খোয়াব’। এটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। সিনেমায় জুটি বেঁধেছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। আর ফিল্মের মাধ্যমেই প্রথমবারের মতো রুপালি পর্দায় প্রথম দেখা যাবে এই জুটিকে।
এছাড়াও আশুতোষ সুজনের আরেকটি সিনেমা ‘ফ𝓰িল্ম কানন’র মূল চরিত্রে আছেন ফজলুর রাহমান বাবু ও সামিয়া অথৈ। এটি একজন সিনেমা পাগলের গল্প। যার একমাত্র স্বপ্ন সিনেমার নায়ক হবে।
দেশের তিন নির্মাতা মিলে তিনটি গল্পে ‘জীবন জুয়া’ নামে অ্যান্থোলজি ফিল্ম নির্মাণ করছেন। নির্মাতা আবুল খায়ের চাঁদ, আশুতোষ সুজন ও ইফতেখার মাহমুদ ওসিন 🐼মিলে ভিন্ন ভিন্ন গল্পের একাধিক অভিনেতা-অভিনেত্রী নিয়ে নির্মাণ করছেন এই সিনেমা।