আলোচিত চিত্রনায়িকা💜 মিষ্টি জান্নাত । সম্প্রতি ঈদেরে একটি অনুষ্ঠানে কথা বলেছেন। অনুষ্ঠানে মিষ্টি জান্নাত বলেন, ‘শাহরিয়ার নাজিম জয় ভাই ভাইরাল হতে চেয়েছিলেন বলেই হয়তো সে সময় আমাকে ফোন দেননি। উল্টো একটা অডিও রেকর্ড ছেড়েছিলেন ‘কুকুরের কাজ কুকুর করেছে’ বলে।
আমারে ‘কুকুর’ বলে গালি দিয়ে অস্থির অবস্থা। শুনেই আমার মেজাজটা খারাপ হয়ে গেলো। কারণ, আমার সঙ্গে তার কথা হয়, দেখা হয়। এমনকি তিনি আমার ক্লিনিকেও আসেন। একসঙ্গে কফি খাওয়া হয়। একটা ওয়েব ফিল্ম করার কথা। সব প্ল্যান হয়ে গেলো। সেটে বসে কথাও হলো। এর মধ্যে তিনি কিছু না জেনেই আমাকে ‘কুকুর’ বললেন। তার সঙ্গে 🏅আমার যাই হোক তিনি তো আমাকে কুকুর বলতে পারেন না। তাহলে তিনি নিজে কী? তিনিও কুকুর।
এই চিত্রনায়িকা আরও বলেন, জয় ভাইকে আমি চুমু দিইনি। জয় ভাই আমাকে চুমু দিয়েছেন। এর বাইরে আর কিছু না। মুখে মুখেই সব ওনার। এমন🌠 ভাব দেখান খুব সাহ🃏সী। কিন্তু প্রকৃতপক্ষে তিনি খুব ভীতু।
ইমতু রাতিশের উপস্থাপনা ও দীপু হাজরার প্রযোজনায় অনুষ্ঠানটি ঈদের ষষ্ঠ দিন (২২ জুন) সন্ধ্যা ৬টায় আরটিভিতে প্রচারিত হবে।