• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিটিএস তারকা জিমিনের সলো অ্যালবামেও রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ১২:৪৭ পিএম
বিটিএস তারকা জিমিনের সলো অ্যালবামেও রেকর্ড

দুনিয়া কাঁপানো দক্ষিণ কোরিয় ব্যান্ড বিটিএস। গান ও গানের বাইরে সব সময়ই ব্যান্ডটি থাকে𓆏 তুমুল আলোচনায়। ব্যান্ড সদস্যরা তাদের সলো ক্যারিয়ারেও ব্যাপক সফল। এরই উদাহরণ হিসেবে ব্যান্ডের গায়ক জিমিনের প্রথম সলো অ্যালবাম ‘ফেস’ এর প্রসঙ্গ তোলা যায়। শুক্রবার এ অ্যালবাম মুক্তি পাওয়ার পর ২৪ ঘণ্টার ভেতর তা বিক্রি হয়েছে ১০ লাখ কপি। দক্ষিণ কোরিয় অডিও ইন্ডাস্ট্রিতে যা এক অভাবনীয় রেকর্ড।  

বিটিএস তারকা জিমিনের ‘ফেস’ অ্যালবামে ‘লাইক ক্রেজি’, ‘ফেস অফ’, ‘অ্যালোন’, ‘ডাইভ’সহ মোট ছয়টি গান আছে। এর মধ্যে তিনটি গানের গীতিকার বিটিএসের༒ আরেক সদস্য আর এম।

অ্যালবাম প্রকাশের আগে ‘লাইক ক্রেজি’ ও ‘সেট মি ফ্রি পাღর্ট ২’ গান দুটি প্রকাশ করেছিলেন জিমিন। দুটি গানই তখন দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের টপ চার্টের শীর্ষে উঠে যায়। গানের সঙ্গে দ꧙ুর্দান্ত নাচের জন্যও আলোচিত পপ তারকা জিমিন। ২০১৩ সালে তিনি বিটিএসে যুক্ত হন।  

বিটিএস ব্যান্ডের সদস্যরা এখন সলো ক্যারিয়ারে মনোযোগী হচ্ছেন। ব্যান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিগ হিট মিউজিক এ কথা জানিয়েছে। জিমিন ছাড়াও জে–হোপ, আর এমসহ অন্য ব🦩্যান্ড সদস্যরা একক গান প্রকাশ করছেন। তবে ব্যান্ডে ভাঙনের কোনো লক্ষণ হিসেবে একে দেখা যায় না। সলোর পাশাপাশি ব্যান্ডের বিষয়ে প্রত্যেকে সিরিয়াস। নতুন প্রজন্মকে আনন্দে ভাসাতে বিটিএসের জয়যাত্রা শিগগিরই থামছে না—এ কথা নিশ্চিতভাবেই বলা যায়।  

Link copied!