• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শো-তে গিয়ে কাঁদলেন ববি দেওল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০৬:১৬ পিএম
শো-তে গিয়ে কাঁদলেন ববি দেওল
বলিউড অভিনেতা ববি দেওল। ছবি: সংগৃহীত

তারকা পরিবারের সদস্য হিসেবে কাজ পাওয়া সহজ হলেও নিজেকে প্রমাণ করতে না পারলে হারিয়ে যেতে হয়। বলিউডে জনপ্রিয় অꦐভিনেতা ববি দেওলের ক্ষেত্রেও সেটাই ঘটেছিল। ধর্মেন্দ্র-পুত্র সম্প্রতি করণ জোহরের চ্যাট শোয়ে এসে নিজের জীবনের ওই কঠিন সময়কে কথা জানিয়েছেন তিনি।

ববির সঙ্গে করণের শোয়ে এসেছিলেন তার ভাই সানি দেওল। অনুষ্ঠানের এক পর্যায়ে করণ স্বজপোষণ নিয়ে প্রশ্ন করলে নিজে▨র উদাহরণ দেন ববি। প্রতিভা না থাকলে যে স্বজপোষণও কোন কাজে আসে না, সে কথা বলতে ববি তার নিজের উদাহরণ দেন। এক সময় কাজের অভাবে অবসাদে ভুগতেন জানিয়ে তিনি বলেন, ‘‘আশা ছেড়ে দিয়েছিলাম, নিজের উপরেই করুণা হত। সারা দিন বাড়িতে বসে থাকতাম এবং আমার স্ত্রী ๊কাজে বেরোত।’’

করণের ওই শোয়ে দেওল পরিবারের সদস্যদের ভিডিও ক্লিপিংস দেখানো হয়। সেখান🍒ে সানি এবং ববি প্রসঙ্গে সকলে নিজেদের মতামত দেন। ভিডিও দেখে ববির চোখে তখন পানি চলে আসে। অন্ধকারে তলিয়ে গিয়েও তিনি ফিরে এসেছেন শুধুমাত্র তার ছেলে আরিয়ামানের জন্য। আবেগাপ্লুত হয়ে এই অভিনেতা বলেন, ‘‘হঠাৎ একদিন ছেলে জিজ্ঞাসা করে, আমি কেন বাড়িতে বসে থাকি আর ওর মা কাজে যায়? নিজের মনের ভিতর একটা জোর ধাক্কা খেয়েছিলাম। সিদ্ধান্ত নিলাম, ঘুরে দাঁড়াতে হবে। সময় লেগেছ♌ে।’’

তবে ওই কঠিন সময়ে নিজের পরিবারকে পাশে পেয়েছিলেন ববি। তিনি বলেন, ‘‘পরিবার সঙ্গে থাকলেও কাজটা নিজেকেই করে দেখাতে হয়। ধীরে ধীরে প্রযোজক ও পরিচালকদের কাছে কাজ চাইতে শুরু করেন। এই প্রসঙ্গেই করণের প্রতি ক্ষোভ উগরে দিয়ে ববি বলেন, ‘আমি তো তোমার ক✤াছেও কাজ চাইতে এসেছিলাম। কিন্তু তুমি এখনও আমার সঙ্গে কাজ করলে না!’’

ববিকে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে সাহায্য করেছিলেন সালমান খান এবং শাহরুখ খান। কারণ ‘রেস ৩’🐻 সিনেমাতে ববিকে সুযোগ দেন সালমান। তাই আদর ও শ্রদ্ধায় সালমানকে ‘মামু’ সম্বোধন করেন ববি।

১৯৯৫ সালে ‘বরসাত’ ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে বলিউডে কাজ শুরু করেন ববি দেওল। পরে বꦓেশ কয়েকটি সিনেমা করে সাফল্যের মুখ দেখলেও দীর্ঘসময় কাজহীন ছিলেন এই অভিনেতা। তবে নিজেকে বদলে রণবীর কপূরের ‘অ্যানিমাল’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন ববি।

Link copied!