• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফের ‘বিগ বস’ উপস্থাপনায় ভাইজান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ১১:৩৯ এএম
ফের ‘বিগ বস’ উপস্থাপনায় ভাইজান
সালমান খান। ছবি: সংগৃহীত

ফের ‘বিগ বস’ উপস্থাপনা করতে যাচ্ছে বলিউড সুপারস্টার ভাইজান খ্যাত নায়ক সালমান খান। বিগ বস সিজন ১৮-তে আবারও ফিরছেন তিনি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সালমান খান এবার বিগবস ওটিটি-৩-এর উপস্থাপনা করেননি কারণ সালমান তখন ‘সিকান্দর’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। আর প্রথা মেনে অক্টোবর মাসেই শুরু হবে এই শো। আগামী ৪ অক্টোবর থেক♛ে শুরু হবে এই জনপ্রিয় রিয়🤡ালিটি শো।

ইতিমধ্যেই একাধিকজনের কাছে জনপ্রিয় এই শোতে অংশ নেওয়ার প্রস্তাব গিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কাউকেই প্রতিযোগী হিসেবে ঘোষণা করা হয়নি। অন্তর্জাল থেকে জন্য যাচ্ছে ইশা কোপিকরসহ শাইনি আহুজা, গুরুচরণ সিং💫, অর্জুন বিজলানি, 𓂃করণ প্যাটেল, সমীরা রেড্ডির কাছে এই প্রস্তাব গিয়েছে।

শোনা যাচ্ছে সুরভী জ্যোতি, পূজা শর্মা, শোয়েব ইব্রাহিম, দলজিৎ কৌরের নামও। এ ছাড়া অনুমান করা হচ্ছে অভিষেক মালহান, দীপিকা আর্য, ডলি চায়েওয়ালা প্রমুখের মতো সোশ্যাল মিডিয়া তারকারাও♏ থাকতে প♍ারেন প্রতিযোগী হিসেবে।

গত ২ আগস্ট সবেই শেষ হলো বিগ বস ওটিটি ৩। অনিল কাপুর সঞ্চালিত এই সিজনের বিজয়ী হয়েছেন সানা মকবু♏ল। তবে এবার সব থেকে বেশি নজর কেড়েছেন আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী কৃতিকা এবং পায়েল।

Link copied!