এবারের আইসিসি বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন ভারতীয় বোলার মোহাম্মদ শামি। চলতি টুর্নামেন্টের মাত্র চারট🌄ি ম্যাচ খেলে ইতোমধ্যে ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারির খাতায় নাম তুলেছেন তিনি। এরই মাঝেই পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল ঘোষের থেকে বিয়ের প্রস্তাব পেলেন ভারতীয় এই পেসার।
ভা🤪রতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিনেত্রী ও রাজনীতিবিদ পায়েল ঘোষ বিয়ের প্রস্তাব দিয়েছেন শামিকে। ইতো✤মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়ে একটি পোস্টও দিয়েছেন এই অভিনেত্রী।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে না🌱ও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।”
তবে পায়েলের এমন প্রস্তাবের কোনো জবাব দেননি শামি। কেননা, নেটদুনিয়ায় খুব একটা সক্রিয় নন এই ক্রিক💙েটার। দল জিতলে মাঝে মধ্যে পোস্ট করেন। আবার কোনো উৎসবের সময়েও তা উদযাপনের ছবি পোস্ট করতে দেখা 🧸যায় তাকে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, পায়েলের জন্ম কলকাতায় হলেও বর্তমানে কর্মসূত্রে থাকেন মুম্বাইয়ে। মুম্বাইয়ে নমিত কিশোরের🥀 অভিনয় স্কুল থেকে অভিনয়ের তালিম নেন। এর পর দক্ষিণ ভারতের একাধিক সিনেমায়- প্রয়াণাম, মিস্টার রাস্কেল, ওসারাভেললি, বর্ষাধারে-তে। বলিউডি সিনেমায় আত্মপ্রকাশ ঘটে বিবেক অগ্নিহোত্রীর ফ্রিডমের মাধ্যমে। এর পরে প্যাটেল কি পাঞ্জাবি শাদিতেও তাকে দেখা গিয়েছিল। এ ছাড়া বিবিসির টেলিফিল্ম শার্প’স পেরিল-এ 💞কাজ করেছেন। কানাডিয়ান সিনেমাতেও তাকে দেখা গিয়েছিল।
অভিনয় জগতে সে রকম পরিচিতি পাননি। তিনি বর্তমানে মহারাষ্ট্রের রামদাস আটওয়ালের রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন। মহিলা শাখার প্রেসিডেন্ট তিনি। বছর তিনেক আগে ꦓতিনি নিজেকে দেউলিয়া ঘোষ🀅ণা করে আলোচনার শিরোনামে উঠে এসেছিলেন।
এদিকে, ক্রিকেটার শামি বিয়ে করেছেন হাস൲িন জাহানকে। যদিও এখন তাদের বিবাহবিচ্ছဣেদের মামলা চলছে। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।