শুরু হচ্ছে বছরের সবচেয়ে বড় কনসার্ট বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২ পাওয়ার্ড বাই গান বাংলা। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল `চ্যানেল আই` প্রাঙ্গণে ‘ব্যান্ড মিউজিক ডে’ উদ্বোধন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ ও চ্যানেলটির𝕴 ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামবার সদস্যরা। প্রথমেই প্রয়াত গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু স্মরণে গাওয়া হয়, ‘সেই তুমি’। আবেগজড়িত কণ্ঠে সে সময় আইয়ুব বাচ্চুর স্তꦉ্রী বলেন, ‘🔯‘বাচ্চুর স্বপ্ন ছিল এই ব্যান্ড ফেস্টটিকে বড় পরিসরে করার। আজ বাচ্চু নেই, তবে বাচ্চুর কাজটা তার সঙ্গীরা এতদূর নিয়ে এসেছে, আর্মি স্টেডিয়াম পর্যন্ত। সেজন্য তার সহশিল্পীদের সালাম জানাই।’’
লাল-সবুজ রঙ্গের বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘মুক্তিযোদ্ধা আজম খানের হাত ধরে আমাদের ব্যান্ড সংগীতের শুরু হꦦয়েছিল।’
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন🌌, ‘‘আগামীতে এই স্বপ্ন আরও বড় হবে, বিশাল হবে। স্বপ্নপূরণ হবে। অনেক মানুষ যারা ব্যান্ড সংগীত শুনতে ভালোবাসেন, সেই তরুণরা সবসময় তাদের বিনোদনের প্ল্যাটফর্ম খুঁজে পাবে।’’
বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘‘আজ আইয়ুব বাচ্চু নেই, উনার স্মৃতি আছে। এই মানুষটির যেই স্বপ্নটি ছিল, সেই স্বপ্নের হাত🎶ে হাত দিয়ে চ্যানেল আই এই প্রাঙ্গণ থেকে ব্যান্ড মিউজিক ডে-এর আয়ো☂জন শুরু হয়। সেই যাত্রার শুরু থেকে যারা তার সঙ্গে ছিলেন তাদের অভিনন্দন জানাতে চাই। তার স্বপ্নটিকে আরও বৃহৎ পরিসরে আমরা নিয়ে যেতে চলেছি কাল শুক্রবার আর্মি স্টেডিয়ামে।’’
কনসার্টটি ২ ডিসেম্বর বিকাল তিনটায় আর্মি স্টেডিয়ামে শুরু হবে। কনসার্টে অংশ নꦉিচ্ছে নগর বাউল, মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক, অর্থহীন, মাক💫সুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক, ফেইট, পেন্টাগন এবং পাওয়ারসার্জ।
প্রায় ৯ বছর আগে কিংবদন্তী মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়ে▨ছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠতো এই উৎসব। ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন এই বছর থেকে আরও বিস্তৃত পরিসরে হচ্ছে।