মিস ❀ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মেক্সিকোর মঞ্চে বাংলাদেশের প্র🅘তিনিধিত্ব করছেন আনিকা আলম।
তিনি একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট । এছাড়া তিনি নারীর ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের এক সাহসী প্রতিনিধি। আনিকা একজন মমতাময়ী মা এবং শক্তির প্রতীক হিসেবে মি🐟স ইউনিভার্স বাংলাদেশ🌳 হিসাবে গর্বের সাথে দাঁড়িয়ে আছেন।
আনিকা লয়োলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয় থেকে পলিটিকাল সায়েন্সে ডিগ্রি অর্জন করেছেন এবং ল꧒স অ্যাঞ্জেলসের মেয়রের অফিসে জনসেবা ক্ষেত্রে কাজ করেছেন। নারীর ক্ষমতায়নকে সমর্থন করার পাশাপাশি, তিনি ইউএনডিপি-এর জিরো হাঙ্গার উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার হৃদয়ে স্থান করে নিয়েছে খাদ্য নিরাপত্তা এবং নারী ও শিশুদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন।
আনিকা আলমের এই অসাধারণ যাত্রায় বিজয়ী হতে গেলে বꦇাংলাদেশের মানুষের সমর্থন অপরিহার্য। প্রতিটি ভোটই তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে এবং তা♛র স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আনিকার জন্য সমর্থন জানাতে এবং তার জয়ে অংশীদার হতে ভোট করুন।
ভোট দিতে ক্লিক করুণ
আসুন, বাংলাদেꦚশের জন্য গর্বের এই যাত্রায় আনিকার পাജশে দাঁড়াই এবং তাকে বিজয়ের শিখরে পৌঁছানোর শক্তি যোগাই।