• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভক্ত-সমালোচকদের চমকে দিলেন অনন্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ১২:৩৯ পিএম
ভক্ত-সমালোচকদের চমকে দিলেন অনন্ত
পড়ার টেবিলে অনন্ত জলিল। ছবি : ‘অপারেশন জ্যাকপট’ টিম

বছর শুরুর প্রথম সপ্তাহে ভক্ত-সমালোচকদের চমকে দিলেন আꩵলোচিত নায়ক অনন্ত জলিল। নতুন লুকে হাজির হয়ে চমক দিলেন জনপ্রিয় এই নায়ক।

চুল আর্মি কাট, পরনে লুঙ্গি, গলায় গামছা, হাতে রেডিও এমন গেটআপে শুক্রবার (৫ জানুয়ারি) এফডিসির দুই নম্বর ফ্লোরে শুটিং করতে দেখা গেল তাকে। এর আগে এমন লুকে অনন্তকে দেখা যায়নিﷺ।

এই লুকটি তিনি ধারণ করেছেন মুক্ত✃িযুদ্ধেরꦗ ইতিহাসগাথা ‘অপারেশন জ্যাকপট’ ছবির জন্য। ছবিটি শুটিং শুরু হয়েছে ২৯ নভেম্বর।

অনন্ত জা🎉নান, ১৪ বছরের ক্যারিয়ারে তাকে এমন গেটআপে দেখেননি সি𝄹নেমার দর্শকরা। 

চরিত্রের প্রয়োজনেই তিনি প্রথমবার এমন লুকে হাজির🍸 হতে যাচ🎀্ছেন। অন্তত জলিল পর্দার ভেতরে ও বাইরে, বরাবরই নায়কোচিত লুকে থাকতে পছন্দ করেন। তবে এবার তিনি যেভাবে দর্শকদের সামনে আসছেন, সেটি একেবারে ভিন্ন লুক বলা চলে।

✅পিরিওডিক্যাল সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও রাজী𒀰ব কুমার।

শুটিং সেটেই ছিলেন ছবির প্রযোজক স্বপন চৌধুরী। তিনি অনন্ত জলিলকে নিয়ে বলেন, “অনন্ত জলিলের ডেডিকেশন আমꦑাকে উদ্বুদ্ধ করেছে। সিনেমায় দুটো লুকেই আমরা তাকে দেখাব। যেহেতু এটা পিরিওডিক্যাল সিনেমা, তাই চরিত্রের প্রয়োজনে মিশন সাকসেস করতে সব ধরনের কৌশলের ⛎মধ্য দিয়ে তাকে যেতে হবে। এখানে তেমন একটি চরিত্রে তাকে দেখা যাবে। আবার তার পুরোনো লুকেও তাকে আমরা দেখাব।”

ছবির নির্মাতা দেলো💮য়ার জাহান ঝন্টু জানান, সিনেমাটি কমান্ডো মিশননির্ভর গলꩵ্প। যে কারণে হিরোয়েটিক ব্যাপারটা অনুল্লেখযোগ্য, এখানে চরিত্রের গভীরতা গুরুত্বপূর্ণ।

এফডিসিতে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং চলবে ১৫ জানুয়া🧜রি পর্যন্ত। তারপর গাজীপুরসহ দেশের চারটি সমুদ্রবন্দর হয়ে ভারত ও ফ্রান্সে হবে সিনেমাটির বাকি শুটিং হবে।

অনন্ত জলিল ছাড়াও সিনেমায় অভিনয় করছেন  ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, নিপুণ, ওমর সানী,  নিরব, ইমন, রেবেকা, অমিত হাসান, রোশান, আমান রেজা, শ🔥হিদুল ইসলাম সাচ্চু, শিমুল খান, খোরশেদ আলম খসরু, সাঞ্জু জন, শিপন মিত্র, জয় চৌধুরীসহ অনেকে।

Link copied!