• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নোবেলকে মাদক সাপ্লাই দিত একজন এয়ার হোস্টেজ : সালসাবিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২০, ২০২৩, ০৩:৩৮ পিএম

প্রতারণার অভিযোগে করা মামলায় শনিবার (২০ মে) গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহা🌜নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মতিঝিল থানায় দায়ের করা প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় নোবেলকে নিয়ে গণমাধ্যমে কথা বলেন তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ।

সালসাবিল বলে♏ন, “ওকে (নোবেল) যারা মাদক সাপ্লাই করত, সেই গ্রুপে এ♎কজন এয়ার হোস্টেজ কাজ করত। সে-ই বাইরে থেকে এসব মাদক সরবরাহ করত।”

এয়ার হোস্টেজের নাম জানত🥃ে চাইলে তিনি বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। তবে তিনি একজন ইন্টারন্যাশনাল এয়ার হোস্টেজ বলে জানান  সালসাবিল।

সালসাবিল আরও বলেন, “নোবেল খুব ভালো একজন মানুষ ছিল। তবে মাদ💮কের কারণে সಌে বদলে গিয়েছে। মাদকের কারণেই সে আমাকে প্রায়ই মারধর করত। এমনকি তার মারধর থেকে বাঁচতে এর আগে আমি পুলিশের দ্বারস্থ হয়েছি।”

এ সময় সালসাবিল আরও বলেন, “আমি কখনো নোবেলের বিরুদ্ধে মামলা করিনি। আমি শুধু তার বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছি। আমি সব সময় চেয়েছি, সে আবা🍰র ভালোভাবে ফিরে আসুক। আমার উদ্দেশ্য তাকে শাস্ত𒀰ি দেওয়া ছিল না।”

অগ্রিম 💝টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা করে🔯ন শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম। ১৭ মে আদালত এ মামলার এজাহার গ্রহণ করে ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Link copied!