• ঢাকা
  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সব মিথ্যা, এ রকম কোনো কিছুই আমি জানি না: ববি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০১:০১ পিএম
সব মিথ্যা, এ রকম কোনো কিছুই আমি জানি না: ববি
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবি: ফেবুক থেকে

জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তার বিরুদ্ধে অভিযোগ 💞৪ লাখ টাকা নিয়ে ‘আমার হৃদয়ের কথ🌊া’ সিনেমায় অভিনয় করেননি। ২০২০ সালের জানুয়ারি মাসে ছবির মহরতেও হাজির হননি অভিনেত্রী। সম্প্রতি সেই আক্ষেপের কথা জানালেন ছবির পরিচালক জয় সরকার।

মঙ্গলবার  (১৫ অক্টোবর) ফেসবুকে ববির একটি ভিডিও শেয়ার করে জয় সরকার লিখেছেন, ‘এই𒁏 ববি আমার এক প্রযোজকের কাছ থেকে চার লক্ষ টাকা💞 সাইনিং মানি নিয়ে পরবর্তীতে আর সিনেমাটা করেনাই। প্রোডিউসারের প্রায় ৩০ লক্ষ টাকা লস এবং আমরা টেকনিশিয়ানরা আমাদের পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়েছিলাম একমাত্র ববির কারণে।’ আসলে কী ঘটেছিল?

অনেক স্বপ্ন নিয়ে যাত্র𝄹া করেছিল ফাতেমা কথাচিত্র নামে এক নতুন প্রযোজনা সংস্থা। তাদের প্রথম ছবি ‘আমার হৃদয়ের কথা’য় নায়িকা হিসেবে নিয়েছিল ববিকে। আব্দুল মজিদ নামের ওই প্রযোজক এখন প্রবাসে। নির্মাতা জয় সরকার দেশে বসে সেই ছবির জন্য আক্ষেপ করছেন। তিনি জানালেন, ১১ জানুয়ারি বিকেলে ছিল ছবির মহরত। প্রধান অতিথি তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বিশেষ অতিথি এফবিসিসিআইয়ের অন্যতম পরিচালক হেলেনা জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। সেদিন ববি মহরতে উপস্থিত হননি।

এতদিন পর সামাজিক মাধ্যমে এসব কেন জানাচ্ছেন? শিল্পীসমিতি, পরিচালক সমিতি বা প্রযোজক সমিতিতে অভিযো🔥গ করেছেন কি না জানতে চাইলে জয় সরকার বলেন, ‘মৌখিকভাবে পরিচালক সমিতিতে জানিয়েছি। তৎকালীন শিল্পীসমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকেও বিষয়টি জানিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘এই সিনেমা করোনার আগের। এফডিসিতে মহরতের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল। ববি মহরতের দিন আসেননি। আমরা সবাই মি🐬লে মহরত অনুষ্ঠান করেছিলাম।’ তার দাবি এই ঘটনায় প্রযোজক ক্ষতিগ্রস্থ হয়েছেন। তিনি হয়তো এই নির্মাতাকে দিয়ে আর কখনই সিনেমা করাবেন না। বিষয়টি জানতে যোগাযোগ করা হলে ববি বলেন, ‘এসব মিথ্যা। এ রকম কোনো কিছুই আমি জানি না।’

ববি অভিনীত সর্বশেষ ছবি ‘ময়ূরাক্ষী’ মুক্তি পায় গত ঈদুল আযহায়। ন꧑ানা কারণে দর্শক টানতে ব্যর্থ হয় ছবিটি। মুক্তির পর দ্রুত হল হারাতে হয় ছবিটিকে। ‘ময়ূরাক্ষী’র ব্যর্থতা ঘিরে নির্মাতার সঙ্গে দ্বন্দ্বে জড়ান নায়িকা ববি। নায়িকার অভিযোগের পাশাপাশি সিনেমা সংশ্লিষ্টদেরও নানা অভিযোগ ছিল পরিচালকের বিরুদ্ধে। কথা কাটাকাটির একপর্যায়ে পরিচালক রাশিদ পলাশের সঙ্গে হাতাহাতি হয় নায়িকা ববির।

Link copied!