• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আড়াল থেকে প্রকাশ্যে চিত্রনায়ক আলমগীরের তিন সন্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৪, ১২:৪৬ পিএম
আড়াল থেকে প্রকাশ্যে চিত্রনায়ক আলমগীরের তিন সন্তান
চিত্রনায়ক আলমগীরের সঙ্গে মেয়ে আঁখি আলমগীর, মেহরুবা আহমেদ ও ছেলে তাসবির আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

 এতো দিন আঁখি ছাড়া বাকি দুজন মিডিয়ার কাছে অনেকটা আড়ালেই থেকেছেন।  বাবা চিত্রনায়ক আলমগীরের সঙ্গে তিন ভাই-🙈বোনের ছবি প্রকাশ্যে আনলেন সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর। নিজেꦇর ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে ভাই-বোনদের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

ছবিতে দেখা গেছে, আঁখি আলমগীর এবং বোন মেহরুবা আহমেদ ও একমাত্র ভাই তাসবির আহমেদকে। চিত্রনায়ক আলমগীর ও আঁখির ভক্তদের অনেকেই তাদের সঙ্গে পরিচিত নন। তাইতো ভক্তদের সঙꦏ্গে ভাই-বোনকে পরিচয় করিয়ে দিতে আঁখি লিখেছেন, ‘আব্বুর সাথে আমরা তিন ভাই ඣবোন।’

ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছা পাচ্ছেন আঁখি ও তার পরিবার। কেউ লিখেছেন, ‘প্রথমবা🐲রের মতো জানলাম ও দেখলাম নায়ক আলমগীর সাহেবের আরও দুইটি ছেলে মেয়ে ও কন্ঠ শিল্পী আঁখি আলমগীর এর দুইজন ভাইবোন আছেন।’

কেউ লিখেছেন, ‘সবার জন্য শুভকামনা, সর্বাঙ্গীণ কল্যাণ𒊎ꦚ কামনা করছি।’

আলমগীর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। অভিনয়ের💖 পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তিনি ২০২৪ সালে একুশে পদকপ্রাপ্ত হিসেবে বিবেচিত হন।

অভিনেতার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িযꦏ়ার নবীনগরে। তার পিতা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর একজন অন্যতম প্রযোজক ছিলেন।

আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোশনূর আলমগীর। তাকে বিয়ে করেন ১৯৭৩ সালে। এ সংসারেই গায়িকা আঁখি আলমগীর, মেহরুবা আহমেদ ও ছেলে তাসবির 𓆉🅘আহমেদের জন্ম হয়। খোশনূরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর ১৯৯৯ সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন।

Link copied!