• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আসছে অজয়-টাবুর ‘ভোলা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ১১:০৭ এএম
আসছে অজয়-টাবুর ‘ভোলা’

বলিউডে নতুন তারকার অভাব নেই। তবে পিছিয়ে নেই পুরো🌳নোরাও। ৩০ মার্চ আসছে তেমনই এক জুটি অজয় দেবগন ও টাবু অভিনীত ছবি ‘ভোলা’। দোলের ঠ🧜িক আগের দিন মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার।

ছবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক গ্যাংস্টার ভোলার সঙ্গে শিক্ষিত 🐠মেয়ের প্রেম নিয়ে এ ছবি।

ছবিতে এই গ্যাংস্টার ‘ভোলা’ হচ্ছেন অজয়। আর সৎ পুলিশ অফিসারের চরিত্রে টাবু। এ দুই তারকা ছাড়াও ছবিতে দেখা যাবে বিনীত কুমার,👍 গজরাজ রাও, সঞ্জয় মিশ্র, দীপক দোব্রিয়ালকে। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও সামলেছেন অজয়। এটি তার পরিচালনায় চতুর্থ ছবি।

বলিউড অনুরাগীদের মতে এ ছবি আবার ফিরিয়ে আনতে পারে নব্বইয়ের দশককে।♐ ছবিটি ব্যবসা সফল হলে রটে যেতে পারে সেই কথা যে, পুরনো চাল ভাতে বাড়ে।

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!