ঢাকাই সিনেমার অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সম্প্রতি সা🦹মজিক যোগাযোগ মাধ্যমে ভয়ংকর ট্রলের শিকারের হয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বিরক্ত এই অভিনেত্রী। এবার মানꦉহানি মামলার হুমকি দিলেন ঢালিউডের এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে বর্ষা লিখেছেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, পরবর্তিতে যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি, তাহলে আমি সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা কর꧙তে বাধ্য হব। এটা নিয়ে অলরেডি আমার ল ইয়ার কাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ সবকিছু𝕴রই একটা লিমিট থাকা উচিত।’
এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘আয় করা উচিত 🍸হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’
বর্ষাকে সর্বশে🌺ষ দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। বরাবরের মতো এই সিনেমাতেও তিনি অনন্ত জলিলের সঙ্𝓡গে অভিনয় করেছেন। আগামীতে তাদের দুজনকে দেখা যাবে ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমাতে।