হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে একসময়ের লাক্স সুপারস্টার মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। গত সপ্তাহে তার ম্যাসিভ স্ট্রোক হয়। এরপর থেকে হাসপাতালেই আছেন⛄। রোববার (২৬ মে) তার মস্তিষ্কে অস্ত্রোপচার বলে জানিয়েছেন সীমানার সাবেক স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।
সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬-আসরের সেরা দশের একজন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকꦓে একপ্রকার নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি পুত্রসন্তান আছে।
এদিকে সীমানার স্ট্রোক প্রসঙ্গে পারভেজ রোববার সন্ধ্যায় ফেসবুকে জানান, তার স্ট্রোকটি বেশ বড় আকারের। সন্ধ্যা থেকে একটি হা🍒সপাতালে সীমানার অস্ত্রোপচার চলছে
সুন্দরী প্রতিযোগিতা লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার পর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয়ܫ করেছেন সীমান♛া। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা।
২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন এই অভিনেত্রী। গত ব♕ছর ‘রোশনী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার।