বলি🍌উড অভিনেত্রী অঙ্কিতা ও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’১৪ বছরে পা রেখেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে অঙ্কিতা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে উঠে এসেছে তার বেশ কিছু কোলাজ। তবে এই ভিডিও দেখে অনুরাগীরা বুঝতে পেরেছেন যে ভিডিওতে অঙ্কিতা বাদ দিয়েছেন সুশান্তকে। আর তা দেখেই নেটিজেনদের মুখে হইচই।
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেই অভিনেত্রীকে তীব্র কটাক্ষ করেছেন সুশান্ত ভক্তরা। অনেকেই বলে উঠলেন, এতটাই সহজে বাদ দিলেন সুশান্তꦇকে! মরে গিয়েছে বলে, ভুল🌠েও গিয়েছেন!
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বা🍰ভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। কিছুতেই যেন মেনে নিতে পারছিলেন না সুশান্তের মৃ্ত্যু। ইনস্টাগ্রামে এক লম্বা পোস্ট করে ভিকির উদ্দেশ💟্যে অঙ্কিতা লিখেছিলেন, ‘ভিকি, কঠিন সময়ে তুমি আমার পাশে ছিলে। আমাকে সামলে দিয়েছিলে। আমাকে ভাল রেখেছিলে। তুমি দুনিয়ার সেরা বয়ফ্রেন্ড। তোমাকে খুবই ভালবাসি।’
অঙ্কিতা এখন বিয়ে করেছেন। সুখে সংসার করছেন। সুশান্তকে কি একেবারেও মনে ন𓄧েই তার? একেবারেই ভুলে গিয়েছেন পুরোনো প্রেমিককে? হ্যাঁ, সম্প্রতি এমনই প্রশ্নের মুখে পড়েছেন অঙ্কিতা।