• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হত্যার অভিযোগে অভিনেতা নাগভূষণাকে গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৩:৩১ পিএম
হত্যার অভিযোগে অভিনেতা নাগভূষণাকে গ্রেপ্তার
কন্নড় অভিনেতা নাগভূষণা। ছবি: সংগৃহীত

রাস্তায় হাঁটতে থাকা এক দম্পতিকে সজোরে ধাক্কা দেয়া এবং একজনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কন্নড় অভিনেতা নাগভূষণাকে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে বেঙ্গালুরর 🦄বসন্ত♚পুর এলাকায় সড়ক দুর্ঘটনা হয়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিনেতা উত্তরহল থেকে কোনানকুন্ত যাচ্ছিলে🔯ন। ওই সময় বসন্তপুর প্রধান সড়কের ফুটপাত দিয়ে হাঁটতে থাকা দম্পতিকে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। এতে আহত হন কৃষ্ণ ও প্রেমা দম্পতি।

অন্যদিকে ফিল্মি বিটের এক প্রতিবেদনে বলা হয়, প্রেমা মাথায় প্রচণ্ড আঘাত পান এবং হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। আর কৃষ্ণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের হলে কুমাܫরস্বামী লেআউট পুলিশ গ্রেপ্তার করে অভিনেতা নাগভূষণাকে।এ ঘটনায় অভিযোগ এসেছে গাড়ি চালানোর সময় মদ্যপ অবস্থায় ছিলেন নাগভূষণা।তবে পুলিশ তার মেডিকেল পরীক্ষার পর মাদকের কোনো প্রমাণ পায়নি।

নাগভূষণাকে সর্বশেষ শশাঙ্কের কমেডি-ড্রামা ‘𒀰কৌসল্য সুপ্রজা রামা’ সিনেমায় দেখা গেছে। এতে♑ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ডার্লিং কৃষ্ণা, বৃন্দা আচার্য ও মিলনা নাগরাজ।

Link copied!