• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মিমির সঙ্গে জুটি বাঁধলেন নিরব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০১:৪৬ পিএম
মিমির সঙ্গে জুটি বাঁধলেন নিরব

টলিউডের প্রথম সারির নায়িকাদের একজন মিমি চক্রবর্তী। দুই বাংলায় তার সমান জনপ্রিয়তা। এবার এই 🌺টলিউড সুন্দরী জুটি বাঁধলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক নিরবের সঙ্গে। তবে কোনো সিনেমা হয়, একটি গানের ভিডিওচিত্রে 💟দেখা যাবে তাদের।

সোমবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে ভিডিওটির টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস। এর আগে এটি🐈 ‘গান বাংলা’ টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে গেয়ে🏅ছিলেন তাপস ও রুমি।

আরফিন রুমির গাওয়া এই গানটির শিরোনাম ‌‘তুই আর আমি’। কৌশিক হোসেন তাপস ফি𒅌চারিং এ গানটির কথাগুলো হলো—‌তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চল𒅌ুক।

কাজটি প্রসঙ্গে নিরব বলেন, “মিমি চক্রবর্তীরಞ অভিনয় আমার ভালো লাগে। প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করেছি। গানটিও চমৎকার। সব মিলিয়ে প্রজেক্টটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী।”

গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের এমন প্রজেক্টে যুক্ত হলেন টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি। ভিডিওꦑটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। শিগগিরই পুরো গানটি উন্মুক্ত করা হবে।

 

Link copied!