দেশের সাংবাদিকদের সম্মানে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করে সংশ্লিষ্টরা। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদি𝔉করা। এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী বাঁধনসহ আরও অনেকে।
বিশেষ প্রদর্শনীতে বাঁধন গণমাধ্যমের সঙ্গে কথা বললেও সাদ এসেছিলেন কিছু সময়ের জন্য। সিনেমা শুরু হওয়ার ♏আগে তিনি সিনেমার সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের কাজের প্রশংসা করেন।
আজমেরী হক বাঁধন বলেন, “আজ আপনারা এখানে এসেছেন। প্রথমে ✤সিনেমাটা দেখেন, তারপরে বিস্তারিত কথা বলব। সিনেমা দেখার পর যত প্রশ্ন করবেন, উত্তর দেব।”
প্রদর্শনী শেষে বাঁধন আবেগ ♋ধরে𝓰 রাখতে পারেননি। আনন্দে তিনি কেঁদে ফেলেন। যেমনটি কেঁদেছিলেন কান চলচ্চিত্র উৎসবের প্রদর্শনীর সময়।
রেহানা মরিয়ম নূর সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম ൲নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে।
এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধ♛ে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ৬ বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচার খুঁজতে থাকেন। ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।