আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউডের ভাইজান, সালমান খানকে। তবে এবার শুধু তাকেই নয়, হুমকি দেওয়া হয়েছে তার বাবা সেলিম খানকেও। ভারতের মুম্বাইয়ের বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় হুমকি দিয়ে ফেলে যাওয়া উড়ো চিঠি উদ্ধার করেছেন সেলিমের নিরাপত্তারক্ষীরা। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার পর এ ঘটনায় আবারও সন্দেহের তীর গ♏্যাংস্টারদের দিকেই।
মুম্বা꧑ইয়ের সংবাদ মাধ্যমে জানা যায়, সেলিম খান প্রতিদিন প্রাতঃভ্রমণে যে জায়গায় বিশ্রাম নেন, সেখান থেক🌌েই চিঠিটি উদ্ধার করা হয়েছে। ওই চিঠিতেই তাদের হুমকি দেওয়া হয়েছে। বান্দ্রা পুলিশ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের নামে এফআইআর দায়ের করেছে।
এর আগেও হুমকি ফোন ও চিঠি পেয়েছেন ‘ভাইজান’। শোনা যায়, সেই সবের নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। রাজস্থানে কৃষ্ণসার হত্যা মামলায় সালমান কোর্টে যাওয়ার আগে খুনের হুমকি দি൩য়েছিল সে। সাম্প্রতিক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডেও আততায়ী ♍হিসেবে উঠে এসেছে তার নাম।
সূত্র : আনন্দবাজার পত্রিকা