• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পেটে সন্তান নিয়ে হাইড করে, আমি সেই গ্রেডের নায়িকা না: বর্ষা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ০২:০৭ পিএম
পেটে সন্তান নিয়ে হাইড করে, আমি সেই গ্রেডের নায়িকা না: বর্ষা

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের☂ সিনেমা ‍‍`দিন: দ্য ডে‍‍`। সিনেমায় নায়িকা হিসেবে আছেন তার স্ত্রী বর্ষা। গত ১০ জ⭕ুলাই ১০০ কোটি টাকা বাজেটের সিনেমাটি দেশের ১১৫টি হলে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। অনন্তের প্রতিটি সিনেমার নায়িকা কেন বর্ষা, এ নিয়েও প্রশ্ন ওঠে।

বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় সিনেমাটি দেখতে রাজধানীর মিরপুরের সনি সিনেমা হ🉐লে গিয়েছিলেন এই ২ তারকা। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অনন্ত ও বর্ষা। হলে বর্ষার কথা হয় সাংবাদিকদের সঙ্গে।

অনন্তের সব সিনেমায় বর্ষ🎉া কেন নায়িকা? সাংবাদিকদের এমন প্রশ্নের  জবাবে বর্ষা বলেন, “কী ধরনের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ, যারা পেটে সন্তান নিয়ে হাইড করে থাকে? যারা মাদক নিয়ে ধরা পড়ে? অনেক নায়িকা আছেন যারা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে। তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।‍‍`

বর্ষা আরও বলেন, “আমাদের সিনেমার শো বেশি চলছে। শো বেশি হলে দর্শক বেশি থাকবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের পুলিশকে আমরা এখানে হাইলাইট করেছি। সিনেমাটি যখন বিদেশে মুক্তি পাবে, তখন সেখানকার দর্শকরা দেখবে, বাহ বাহ করবে।”
‍‍`দিন-দ্য ডে‍‍` সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও অনন্ত জলিল। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।
 

Link copied!