• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এক সিনেমায় মোশাররফ করিম ও জিৎ!


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ০৩:২৮ পিএম
এক সিনেমায় মোশাররফ করিম ও জিৎ!

প্রথম সিনেমা নির্মাণের আগেই দ্বিতীয় সিনেমার ঘোষণা দিলেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। ছবির নাম ‘দ্বিতীয় পুরুষ’। এই ছব𒈔িতে মোশাররফ করিম ও জিৎকে দেখা যেতে পারে। এমনটাই জানিয়েছেন পরিচালক।

সঞ্জয়ের দাবি, তিনি জিৎকে সিনেমার গল্প শুনিয়েছেন। গল্পও নাকি পছন্দ হয়েছে তার। সঞ্জয়ের ভাষ্য, “জিতের সঙ্গে গল্প নিয়ে আলোচনা হয়েছে। তিনি এটা পছন্দ করেছেন। আর মোশাররফ করিমের&n𒀰bsp;সঙ্গেও কথা হয়েছে। ৩০ অক্টোবর আশা করি সব ফাইনাল হবে। আশা করছি, তাদের দুজনকেই এ ছবিতে পাব।&rd🍸quo;

সঞ্জয় জানান, আগামী জানুয়ারি থেকে ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমার শুটিং🌠 শুরু হবে। এর গল্প দুজন পুরুষকে নিয়ে। চরিত্র দুটোতে অভিনয় করবেন মোশাররফ ও জিৎ।

অন্যদিকে নভেম্বরে শুটিং হবে ‘বায়োপিক’ চলচ্চিত্রের। এই ছবিতে অভিনয় করবেন সিয়াম ও পরীমনি। ✃ছবির প্রযোজক বেঙ্গল মাল্টিমিডিয়া।

Link copied!