• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাবির আইপিই অ্যাসোসিয়েশনের ভিপি নাইম, সম্পাদক সাজ্জাদ


শাবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ০৫:৩৬ পিএম
শাবির আইপিই অ্যাসোসিয়েশনের ভিপি নাইম, সম্পাদক সাজ্জাদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনি💯য়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘আইপিই সোসাইটির’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহসভাপতি (ভিপি) হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. জুলকার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে একই বর্ষের সাজ্জাদ বেপারী নির্বাচিত হয়েছেন♛।

বুধবার (৬ মার্চ) এক সংবাদ বিজ🌳্ঞপ্🔯তিতে ‘আইপিই সোসাইটি’ এ তথ্য নিশ্চিত করেছে।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন তথ্যꦕ প্রযুক্তি সম্পাদক মো. আহসানুল আলম নাঈম, সহসাধারণ সম্পাদক জাহিদ মাহমুদ হাসান সায়েম, সাংগঠনিক সম্প꧂াদক অ নূর মোহাম্মদ আশিক, সহকারী কোষাধ্যক্ষ মোছা. ফাতিহা আক্তার চৌধুরী, ক্রীড়া সম্পাদক মো. নাঈম হাসান শৈশব, প্রকাশনা সম্পাদক শেখ রোহান মন্ডল লিখন এবং সাংস্কৃতিক সম্পাদক সৌরভ ও লুতফা হুমায়রা ইসলাম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রবিউল ইসলাম, অর্নব রয়, শাহেদুল মুনতাকিম, মো. আলী, শামীম আহমেদ সিমন🎃, দীপ্ত সরকার, মোহাম্মদ জনি মিয়া, মো. কাফি কাউসার, আবরার গালিব, মো. শামীমুর রহমান নির্বাচিত হয়েছেন।  

পদাধিকার বলে সভা🅠পতি হিসেবে রয়েছেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোহাম্মদ মাহমুদ হাসান এবং কোষাধ্যক্ষ হিসেবে বিভাগটির প্রভাষক প্রী𓄧তি দীপ্ত পাল চৌধুরী।

Link copied!