• ঢাকা
  • বুধবার, ০২ অক্টোবর, ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো ‘কুলীন কুলসর্বস্ব’


নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো ‘কুলীন কুলসর্বস্ব’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো ১৭০ বছর আগে রচিত নাটক ‘কুলীন কুলসর্বস্ব’। মঙ্গলবার (১ অক্টোব♌র) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে নাটকটি মঞ্চায়িত হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চিরায়ত বাংলা নাটক মঞ্চায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ব্যবস্থাপনা ও পরিবেশনায় বিভিন্ন বিভাগের 🐷প🦩্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীর অংশগ্রহণে দেশজ নাট্যের আঙ্গিকে নতুনভাবে মঞ্চায়িত হলো এ নাটক।

নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মু🔯শফিকুর রহমান (হীরক মুশফিক)।  

১৮৫৪ সালে রামনারায়ণ তর্করত্ন ন🌠াটকটি রচনা করেন।🏅 

নাটকটি মূলত উনবিংশ শতাব্দীর বাংলা সমাজের কুলীন প্রথা ও তার অপব্যবহারের ওপর ভিত্তি করে রচিত। কুলীন ব্র♐াহ্মণদের বহুবিবাহ প্রথা, পণের জন্য মেয়েদের পর♍িবারের প্রতি শোষণ এবং সে সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে এখানে।

নাটকটির সহকারী নির্দেশক এস এ শিশির বলেন, বাংলাদেশে এই নাটকের শেষ কবে, কোথায় হয়েছে তা জানা নেই। তবে দেড়শ বছরেরও বেশি পুরোনো এমন একটি নাটক নতুন🥀 রূপে উপস্থাপনের সা🌸থে যুক্ত থাকতে পারাটা নিসন্দেহে আনন্দের।

বলা হয়ে থাকে, বাংলা ভাষায় প্রথম সামাজিক মৌলিক নাটক ‍‍`কুলীন কুলসর্বস্ব‍‍`। তৎকালীন সময়ের প্রেক্ষিতে নানান হাস্য-রস,  কটাক্ষ তথা প্রহ🐎সনের মধ্য দিয়ে নাটকের গতি এগিয়ে চলে💙। শুরু থেকে শেষ পর্যন্ত  সঙ্গীত-নৃত্য-গীত-ছন্দ ইত্যাদির সম্মিলন  ও দেশজ আঙ্গিকে এর উপস্থাপন যেন দর্শককে নাটকটিতে নিবিষ্ট করে রাখে। দীর্ঘদিন পরে এমন একটি নাটকের উপস্থাপনায় আনন্দ প্রকাশ করেছেন অনেকে। 

এ নাটকে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে💮র শিক্ষার্থীরা ছাড়াও, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিস, ইইই, সংগীত, নৃব♌িজ্ঞান এর মতো বিভাগের  শিক্ষার্থীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। বিভিন্ন পরিকল্পনায় ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দ।  

নির্দেশক হীরক মুশফিক বলেন, "বাংলাদেশ শিল্পক🐻লা একাডেমির আয়োজনে নিজের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার জন্যে আনন্দের। আমার শিক্ষার্থী ও বিভাগের সহকর্মীদের আন্তরিক সহযোগিতা পেয়েছি, কৃতজ্ঞতা জানাই তাদেরকে। সংস্কৃত প্রভাবজাত কুলীন কুলসর্বস্ব নাটকটিকে সাধারণ দর্শকের কাছে সহজবোধ্য করে তুলে ধর🐟তে চেয়েছি, তাদের ব্যপক সাড়া আমাকে উৎসাহিত করেছে।"

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!