জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো ১৭০ বছর আগে রচিত নাটক ‘কুলীন কুলসর্বস্ব’। মঙ্গলবার (১ অক্টোব♌র) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে নাটকটি মঞ্চায়িত হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চিরায়ত বাংলা নাটক মঞ্চায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ব্যবস্থাপনা ও পরিবেশনায় বিভিন্ন বিভাগের 🐷প🦩্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীর অংশগ্রহণে দেশজ নাট্যের আঙ্গিকে নতুনভাবে মঞ্চায়িত হলো এ নাটক।
নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মু🔯শফিকুর রহমান (হীরক মুশফিক)।
১৮৫৪ সালে রামনারায়ণ তর্করত্ন ন🌠াটকটি রচনা করেন।🏅
নাটকটি মূলত উনবিংশ শতাব্দীর বাংলা সমাজের কুলীন প্রথা ও তার অপব্যবহারের ওপর ভিত্তি করে রচিত। কুলীন ব্র♐াহ্মণদের বহুবিবাহ প্রথা, পণের জন্য মেয়েদের পর♍িবারের প্রতি শোষণ এবং সে সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে এখানে।
নাটকটির সহকারী নির্দেশক এস এ শিশির বলেন, বাংলাদেশে এই নাটকের শেষ কবে, কোথায় হয়েছে তা জানা নেই। তবে দেড়শ বছরেরও বেশি পুরোনো এমন একটি নাটক নতুন🥀 রূপে উপস্থাপনের সা🌸থে যুক্ত থাকতে পারাটা নিসন্দেহে আনন্দের।
বলা হয়ে থাকে, বাংলা ভাষায় প্রথম সামাজিক মৌলিক নাটক `কুলীন কুলসর্বস্ব`। তৎকালীন সময়ের প্রেক্ষিতে নানান হাস্য-রস, কটাক্ষ তথা প্রহ🐎সনের মধ্য দিয়ে নাটকের গতি এগিয়ে চলে💙। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গীত-নৃত্য-গীত-ছন্দ ইত্যাদির সম্মিলন ও দেশজ আঙ্গিকে এর উপস্থাপন যেন দর্শককে নাটকটিতে নিবিষ্ট করে রাখে। দীর্ঘদিন পরে এমন একটি নাটকের উপস্থাপনায় আনন্দ প্রকাশ করেছেন অনেকে।
এ নাটকে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে💮র শিক্ষার্থীরা ছাড়াও, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিস, ইইই, সংগীত, নৃব♌িজ্ঞান এর মতো বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। বিভিন্ন পরিকল্পনায় ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দ।
নির্দেশক হীরক মুশফিক বলেন, "বাংলাদেশ শিল্পক🐻লা একাডেমির আয়োজনে নিজের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার জন্যে আনন্দের। আমার শিক্ষার্থী ও বিভাগের সহকর্মীদের আন্তরিক সহযোগিতা পেয়েছি, কৃতজ্ঞতা জানাই তাদেরকে। সংস্কৃত প্রভাবজাত কুলীন কুলসর্বস্ব নাটকটিকে সাধারণ দর্শকের কাছে সহজবোধ্য করে তুলে ধর🐟তে চেয়েছি, তাদের ব্যপক সাড়া আমাকে উৎসাহিত করেছে।"