জগন্নাথ বিশ্বব♛িদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) উ🍸পপরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিমের স্বাক্ষর✨িত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসল🎐ামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (🐓ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
অফিস আদেশে আরও বলা হয়, এ আদেশ বুধবার (🌠১৩ মার্চ) হতে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।”
পারিবারিক কারণ দেখিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রে♉জিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বেচ্ছায় রেজিস্ট্রারের পদ থেকে মঙ্গলবার অব্যাহতি নেন।