ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘জয়নু💃ল উৎসব-২০২৩’। শুক্রবার (২৯ ডিসেম্বর) এ উৎসব শুরু হবে।
এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে চারুকলা অনুষদ কর্তৃপক্ষ।🍬 এ থাকছে দিনব্যাপী শিল্পীদের পুনর্মিলনী ও সাংস্কৃতি🐭ক অনুষ্ঠান এবং জয়নুল স্মারক বক্তৃতা ও বিশেষ সেমিনার।
সকাল সাড়ে ৯টা থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জয়নুল অনুরাগীরা শিল্পাচার্যের সমাধীতে পুষ্পার্ঘ্য নিবেদন করার মধ্য দিয়ে এই উৎসবে যোগ দেবেন। সকাল ১০টায় বকুল তলায় উৎসবের উদ্বোধন করবেন ঢাবি উপাচারℱ্য ড. এ এস এম মাকসুদ কামাল।
অনুষ্ঠানে দুইজন বরেণ্য শিল্পীকে জয়নুল সম্মাননা প্রদান করা হবে এবং চারুকলার 💦বার্ষিক প্রদর্শনীতে সর্বশ্রেষ্ঠ কাজের জন্য একজন ছাত্রকে জয়নুল পদক দেওয়া হবে। বেলা ১১টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হবে জয়নুল মেলা ও লোকশিল্প মেলা। মেলা দুটি ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এছাড়া শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে জয়নুল স্মাꦕরক বক্তৃতা।