আন্তর্জাতিꦗক ইয়꧑ুথ ম্যাথ চ্যালেঞ্জের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ-২০২৩’ প্রতিযোগিতায় গোল্ড অব অনার পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী। এছাড়া ৩টি সিলভার অনার ও ৩টি ব্রোঞ্জ অনার অর্জন করেছে শাবিপ্রবির শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান রাইসা ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম গোল্ড অব অনার অর্জন করেন। ফাইনাল রাউন্ডে উভয়েই ২০ পয়েন্টের মধ্যে ১৮ পয়েন্ট পেয়ে গোল্꧃ড অনার অর্জন করেছেন।
এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের সজিব দাস ও আলভি মোল্লা, ২০২১-২২ শিক্ষাবর্ষের ইকতিদার মাহমুদ মাহিব সিলভার অনার এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খন্দকার সানজিদা জান্𒁃নাত, ২০২১-২২ শিক্ষাবর্ষের যুবরাজ নাবিল রহমান ও তন্ময় ভৌমিক বোঞ্জ অনার অর্জন করেন।
অনার প্রাপ𝄹্ত ৮ জনের মধ্যে ৭ জনই গণিত বিভাগের ও একজন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এবারের প্রতিযোগিতায় ফাইনালিস্টদের সুপারভাইজেশনে ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান ও সার্বিক সমন্বয়ে ছিলেন গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ এর অফিসিয়াল এম্বাসেডর আবু নাসের শাহ মো. মারুফ আহম🍸েদ।
ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) প্রতি বছর এ ধরনের আন্তর্জ👍াতিক ম্যাথ চ্যালেঞ্জের আয়োজন করে। এবারের ম্যাথ চ্যালেঞ্জে মোট ৯৮টি দেশের ৫ হাজার পাঁচ শতাধিক এর বেশি শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষাগুলোཧর তত্ত্বাবধানে ছিলেন ১৩ শতাধিক শিক্ষক।
প্রতিযোগিতাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রথমে কোয়ালিফ🔥িকেশন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণরা ৮ ইউরো রেজিস্ট্রেশন ফি দিয়ে প্রি-ফাইনালে অংশগ্রহণ করে। পরে প্রি-ফাইনালে উত্তীর্ণরা ফাইনাল রাউন্ডে অংশ নেন।
এবারের প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে মোট ১ হাজার আটশত শিক্ষার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে শাবিপ্রবির ৮ জন। 🎐ফাইনাল রাউন্ডে মোট ২০টি প্রশ্নে ২০ পয়েন্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা থেকে অর্জিত পয়েন্টের ভিত্তিতে গোল্ড-সিলভার-ব্রোঞ্জ পদক দেওয়া হয়। ফাইনাল পরীক্ষা তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।
গোল্ড অনার প্রাপ্ত ইসরাত জাহান রাইসা বলেন, “গোল্ড অনার পেয়ে আমার খুবই ভলো লাগছে। অনেক দিন পর আবারও শাবিপ্রবিতে গোল্ড অব অনার এꦍসেছে। আমি আশা করব ভবিষ্যতে শাবিপ্রবি থেকে প্রতিযোগী আরও বৃদ্ধি পাবে।”
উল্লেখ্য এ পর্যন্ত শাবিতে ৩ জন💎 শিক্ষার্থী স্বর্ণ পদক পেয়েছেন। এর আগে ২০২১ সালে গনিত বিভাগের শিক🍃্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ গোল্ড অনার অর্জন করেছিলেন।