• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সৈকতে ফের ভেসে এলো বিশ্বের চতুর্থ বিষধর সাপ


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ০৬:৪৭ পিএম
সৈকতে ফের ভেসে এলো বিশ্বের চতুর্থ বিষধর সাপ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের দেখা মিলল ‘ইয়োলো বিল্ড সি স্🅷নেক’ নামের বিশ্বের চতুর্থ বিষধর সাপ।

বৃহস্পতিবার (২১ জুলাই)  দুপুর ১২টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে মৃত অবস্থায় সাপটি দেখতে পান এলাকাবাসী। পরে অ্যানিমেল লাভার অফ পটুয়াখালী টিমের সদস্যদের খবর দেওয়া হলে, তারা সাপটিকে উদ্ধার করেন। এর আগে ১০ জুন স🤡ৈকতে আরও একটি জীবিত ইয়োলো বিল্ড সি স্নেক সাপ ভেসে এসেছিল।

অ্যানিমেল লাভার অফ পটুয়াখালী টিমের সদস্য কে এম বাচ্চু জানান, দুপুরে গভীর সমুদ্র থেকে ঢেউয়ে🎉র তোড়ে ১ ফুট দৈর্ঘ্যের এ সাপটি জীবিত অবস্থায় ভেসে এসেছে। তবে ঠিক কী কারণে এটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। বিষধর এই সাপটিকে সাত থেকে আট ফুট মাটির নিচে চাপা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আন্তর্জাতি🌟ক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিসের সহযোগী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা চতুর্থতম। আর সমুদ্রের সাপের মধ্যে দ্বিতীয়। তবে এটা সচারাচর মানুষকে কামড় দেয় না। এ সাপ সচরাচর দেখাও যায় না। কুয়াকাটায় দর্শনার্থীদের জন্য এটি সামুদ্রিক জাদুঘর নির্মাণ করা হলে সেখানে এ ধরনের সাপ সংরক্ষণ করে পর্যটকদের প্রদর্শন করা যেত বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

কুয়াকাটার ꦏপৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান, জ🥃ুন মাসে এমন একটি সাপ সৈকতে ভেসে এসেছিল। এবার আরও একটি পাওয়া গেল। পৌরসভার পক্ষ থেকে সাপটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Link copied!