নড়াইলের নড়াগাতি থানার চরবল্লাহাটি গ্রাম থেকে বুধবার (২৫ মে) রাতে অজ্ঞাতনামা এক যুবকের গলিত লা🍸শ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ময়না তদন্꧂তের জন্য পুলিশ লাশটি নড়াইল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
ঘটনার মাত্র তিন মাস আগে পুলিশ ওই গ্রামর ঝোঁপের মধ্য থেকে অজ্🍷ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরপর দু’টি অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবাহিত আঠারোপবেকি নদীর পাড়ের চরবল্লাহাটি গ্রামের বাচ্চু মিয়ার পাঠক্ষেতের পাশে কাশবনের মধ্যে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চৌকিদার মো. সবুর শেখ অজ্ঞাতনামা যুবকের গলিত লাশটি দেখেতে পেয়ে থানায় খবর দেন। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি নড়াইল মর্গে পাঠিয়েছে। চৌকিদার সবুর শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা খুনিদের আসামি করে উপজেলার নড়াগাতি থানায় একটি হত্যা মামলা♔ করেন।
এর আগে ১ মার্চ উপজেলার বল্লাহাটি গ্রামের ওই ঘটনাস্থলের পাশের একটি ঝোঁপের মধ্য থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় অজ্ঞাতনামা খুনিদের বিরুদ্ধে অপর একটি হত্যা মামলা করা🍷 হয়েছে। কিন্তু গত ৩ মাসেও খুনিদের শনাক্ত করতে 🤡পারেনি পুলিশ।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, লাশ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। অজ্ঞাতনামা খুনিদꦯের শনাক্ত করতে পুলিশের তৎপরতা চলমান রয়েছে। এছাড়া মার্চ মাসে উদ্ধার করা অজ্ঞাতনামা নারীর লাশের মামলার তদন্তভার নড়াইল ডিবি পুলিশের ওপর হস্꧃তান্তর করা হয়েছে।