• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সুন্দরবন থেকে ১২০০ কুইন্টাল মধু আহরণের লক্ষ্যমাত্রা


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৬:১০ পিএম
সুন্দরবন থেকে ১২০০ কুইন্টাল মধু আহরণের লক্ষ্যমাত্রা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ মাসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর൲া হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে মধু আহরᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚণ মাসের উদ্ধোধন করেন খুলনা বিভাগীয় বনসংরক্ষক (ডিএফও) ড. আবু নাসের মোহাম্মাদ মহসীন হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বনসংরক্ষক মিহির কান্তি।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্꧃তা (ইউএনও) আক্তারুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক 🐷(এসিএফ) এমএ হাসান।

জানা যায়, এবার সুন্দরবনের মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২০০ কুইন্টাল এবং মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬৫ কুইন্টাল। কুইন্টাল প্রতি মধুর জন্য ১৬০০ টাকা এবং মোমের জন্য ২২০০ টাকা রাজস্ব নির্ধারিত করা হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের আওতায় বাওয়ালীরা সুন্দরবনে পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাচিকাটা স্পট হতে মধু আহরণ করতে পারবেন। প্রতি নৌকায় ১০-১২ জন বাওয়ালী অবস্থান করতে পারবেন। একজন বাওয়ালী ১৫দিনের জন্য সর্বোচ্চ ৫০ কেজি মধু ও ১৫ কেজি মোম আহরণ করতে পারবেন। ১৫দিনের বেশি কোনো বাওয়ালী সুন্দরবনে ༺অবস্থান করতে পারবেন না। উদ্বোধনী অনুষ্ঠানে ১৫জন বাওয়ালীকে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতি দেওয়া হয়। চলতি বছর ১৫দিন আগেই সুন্দরবনে মধু আহরণ শুরু হয়েছে। আজ ১৫ মার্চ হতে আগামী ১৫ মে আড়াই মাসব্যাপী বাওয়ালীরা অনুমতি নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে পারবেন।

গাবুরা গ্রামের বাওয়ালী ফারুক ও রব্♑বানীসহ অন্যরা জানান, বর্তমানে সুন্দরবনে বনদস্যু না থাকায় নি♓র্বিঘ্নে মধু আহরণ করা যাবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন এলাকা হতে বাওয়ালীরা অংশ গ্রহণ করেন।

সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, সুন্দরবনে নির্বিঘ্নে মধু আহরণের জন্য বনবিভাগের ট𓄧হল জোরদার করা হয়েছে। তাছাড়া বন্যপ্রাণীর আক্রমণ হতে রক্ষার জন্য বাওয়ালীদের পরামর্শ দেওয়া হꦓয়েছে।

Link copied!