• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শনিবার রাত ১২টায় ইলিশ শিকারে নামছেন জেলেরা


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২, ০৯:৪৩ পিএম
শনিবার রাত ১২টায় ইলিশ শিকারে নামছেন জেলেরা

১ মার্চ থে🌱কে ৩০ এপ্রিল পꦛর্যন্ত ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সকল প্রকার মাছ ধরা বন্ধ ছিল। শনিবার (৩০ এপ্রিল) রাত ১২টা থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা শুরু হবে।

এতোদিন যেসব আড়তে ছিল সুনশান ন🐎িরবতা, সেখানে জেলে, মৎস্যজীবী ও আড়তদারদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠবে। মাছ ধরে বিগত দিনের ধার-দেনা শোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী জেলেরা।

জেলার বিভিন্ন মাছঘাট ঘুরে জানা গেছে, গত দুই মাস ভোলাসহ দেশের ছয়টি অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য বিভাগ। এতে করে ভোলার মꦏেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভায়শ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকায় জেলার দেড় লক্ষাধিক 🌠জেলে বেকার হয়ে পড়েন। ওই সময় জেলেরা নৌকা তৈরি, মেরামত ও জাল বোনাসহ বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে থেকে জেলেরা নতুনভাবে নদীতে মাছ শিকারে নামবেন।

সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল মাছঘাট এলাকার জেলে ইউসুফ মাঝি জানান, নদীতে কাঙ্খিত মাছ পেলে পিছনের ধার দেনা পরিশোধ করে স্বচ্๊ছলতা ফিরে আসবে। পাশাপাশি পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবে বলে জানান তিনি।

আড়তদার ফারুক হাওলাদার জানান, তারা দীর্ঘদিন আড়তে মাছ বেচাকেনা বন্ধ রেখেছেন। আজ থেকে জেলেরা মাছ ধরতে যাওয়ায় তারাও আড়ৎ খুলে ব🍸সেছেন। জালে মাছꦆ উঠলে একদিকে যেমন জেলেরা লাভবান হবে অন্যদিকে তাদেরও আয় বাণিজ্য ভালো হবেন বলে জানান আড়তদাররা।

জেলা মৎস্য🐭 কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, দুই মাস মাছ শিকার বন্ধ থাকায় তাদের অভিযান সফল হয়েছে। এতে করে আগামীতে ইলিশসহ অন্যন্য মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, 🌄“নিষেধাজ্ঞার দুই মাসে ৪০০ অভিযানে ৮৯৭ জনকে আটক কর💫েছে প্রশাসন। এর মধ্যে ১১২ জনকে কারাদণ্ড ও বাকিদের কাছ থেকে প্রায় ২৪ লাখ টাকা আদায় করা হয়।”

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরার বন্ধ ছিল। এ সময় ৯৩ হাজার নিবন্ধ🌳িত জেলেকে পুনর্বাসনেরও চাল দেওয়া হয়। 

Link copied!