সরকারের বিশেষ অনুমতিতে ২ হাজার ৮০ মে💎ট্রিক টন ইলিশের মধ্যে প্রথম চালান ভারতে রপ্তানি হয়েছে।
বেনাপোল বন্দর দিয়ে প্রথম𓄧 চালানে চারটি টﷺ্রাকে ২৩ মেট্রিক টন ইলিশ ভারতে যায়।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কাস্টমস ও বন্দরের আনু𒁃ষ্ঠানিকতা শেষে ইলিশের ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
ইলিশ রপ্তানিকারক ঢাকার ইউনিয়ন ভ্যান্সারসহ দুটি প্রতিষ্ঠান। আমদানিকারক ভারতের সিদ্ধেশরী ইন্ডিয়া।🦩 চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন সিঅ্যান্ꦡডএফ এজেন্ট বিশ্বাস এন্টারপ্রাইজ।
বেনাপোল ম🐠ৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষ💧ে সরকার সোমবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশের ৫২ জন রপ্তানিকারক প্রত্যেককে ৪০ টন করে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রপ্তানির নির্দেশনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। আজ প্রথম চালানে দুইজন আমদানিকারক ২৩ টন ইলিশ ভারতে পাঠাল।
ইলিশ রপ্তানিকারক নুরুল আমিন বিশ্বাস জানান, দেশে ইলিশের উৎপাদন ঘাটতি থাকায় ২০১২ সাল ✃থেকে দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করেছিল সরকার। পরবর্তী সময়ে বন্ধুত্ব ও সৌহাদ্যের সম্পর্কের সূত্র ধরে সরকার ২০১৯ সাল থেকে প্💙রতিবছর পূজার আগে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে। এমন সৌহার্দ্য মনোভাব দুই দেশের মধ্যে বাণিজ্য ও বন্ধুত্বের সম্পর্ক আরও বাড়াতে ভূমিকা রাখবে।