যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের থেকে ১২টি সোনার বারসহ পাচারকারী কামরুল হাসানকে (২০) আটক করেছে ২১ বি꧅জিবি।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে পুটখালি মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে কামরুলকে আটক করা হয়। আটক কামরুল 𓆉হাসান বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী উত্তর পাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই-এলাহ জানান, আটককৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৯৫ গ্রাম। এর&🥂nbsp;আন🐻ুমানিক মূল্য হবে এক কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা।
আটক হওয়া কামরুল হাসানের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা🌄 দায়ের করা হয়েছে বলে জানান অধিনায়ক লܫে. কর্নেল মনজুর ই-এলাহ।