রাজশাহীতে বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কাজ করার জন্য গাড়িতে করে খুঁটি নিয়ে যাওয়ার পথে বাসের ভেতরে খুঁটি ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বা🐭সের দুই যাত্রী আহত হয়েছেন।
রোববার (২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-রাজশাহী মহ𓄧াসড়কের রাজশাহী নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাক🐷ায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন। তিনি জানান, সড়কের পাশে বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কাজ চলাকালে শ্রমিকরা গাড়িতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস রংপুর যাচ্ছিল। ꦍবাসটি নগরীর চৌদ্দপাই এলাকায় পৌঁছালে বিদ্যুতের খুঁটির কিছু অংশ জানালার কাচ ভেঙে বাসের ভেতরে ঢুকে যায়। বাসের গতি কম ছিল বলে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি।
ওসি আনোয়ার আলী তুহিন আরও বলেন, “এ ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক ও শ্রমিকরা নিজ♎েদের মধ্যে সমঝোতা করেছেন। এ ব্যাপারে থানায় কে𝕴উ অভিযোগ করেনি।”