পটুয়াখালীর গলাচিপায় পৃথক এলাকায় বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ আগস্ট)🌼 বিকেল পৌনে ৪টার দিকে। নিহতরা হলেন চরকাজল এলাকার মামুন প্যাদা (৩৮) ও পৌর এলাকার মোস্তফা হাওলাদার (৫০)🧸। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামের গনি প্যাদার ছেলে নদীতে মাছ ধর🐻ে বাড়িতে ফিরছিলেন। বৃহস্পতিবার বিকেলের দিকে বজ্রবৃষ্টি𓂃 শুরু হয়। এসময় মামুন বাড়ির কাছে পুকুর পাড়ে আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে, একই সময় গলাচিপা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবা𝔍গ এলাকার মোস্তফা হাওলাদার ক্ষেতে কাজ করছিলেন। পৌর এলাকার বঙ্গবন্ধু উপশহরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে মোস্তফা হাওলাদারের মৃত্যু হয়।
ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, বজ্রপাতে উপজেলায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চরকাজল ইউনিয়নে মামুন প্যাদা ও পৌর এলাকার মোস্তফা হাওলাদার।