ফেনীর দাগনভুঞায় নির্ধারিত মꦜূল্য নিয়ে গ্রাহকদের তেল পরিমাণে কম দেওয়ায় ইব্রাহিম ব্রাদার্স নামে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রয় করার অভিযোগে একটি রেস্টুরেন্টকে ১০🎐 হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপ𒅌ুরে দাগনভুঞা উপজেলা বাজারে অবস্থিত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বদেন সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
ভোক্তা অধিকার অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলা বাজারের ‘ফুড ফরেস্ট’ রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মজুদ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় একই বাজারে অবস্থিত ইব্রাহিম ব্রাদার্স নামে একটি ফিলিং স্টেশনে গ্ꦯরাহকদের নির্ধারিত মূল্য নিয়ে পরিমানে তেল কম দেয়া༺র অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় করা হয়।
অভিযানে সহায়তা করেন নিরাপদ খাদ্য অধিদপ্তর এর ক▨ꦬর্মকর্তা সৌরভ রায়সহ পুলিশের একটি দল।