শেরপুরের নকলায় প্রেমিকের ছুরিকাঘাতে সোহাগী আক্তার (২২) নামের এক কলেজছাত্🌸রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই কলেজছাত্রীর বাবা।
সোমবার (৪ জুলাই) ভোরে উপজেলার কায়দা এলা✨কꦏায় এ ঘটনা ঘটে।
এ ঘট꧒নায়ಌ অভিযুক্ত প্রেমিক আরিফুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ।
নিহত সোহাগী কায়দা এ𓃲লাকার শহিদুল ইসলামের মেয়ে এবং সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার🏅্থী।
আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনি♑য়নের পূর্ব সিয়ারচর💃 লালখা গ্রামের আলী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গেল রমজানে মোবাইল ফোনের 😼মাধ্যমে আরিফুল ইসলামের সঙ্গে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার রাতে নারায়ণগঞ্জ থেকে নকলার কায়দা এলাকায় এসে সোহাগী আক্তারের বাড়ির রান্নাঘরে রাত্রিযাপন করেন আরিফুল। ভোরে সোহাগীর বাবা শহিদুল ইসলাম ঘরের দরজা খুলে বাইরে বের হলে আরিফুল ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় চিৎকার শুনে সোহাগী এসে বাধা দেন। পরে সোহাগীকেও ছুরিকাঘাত করেন আরিফ।
পরে তাদের দুজনকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন ও শ🔯হিদুলকে ম🐓য়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আরিফুলকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি হত্যা মা𝓰মলার প্রক্রিয়া চলছে।