কক্সবাজারে নিখোঁজ টমটম চালকের মরদেহ মিললো তিনদিন পর। রোববার (১ মে) সকাল ৯টার দিকে রামুর চেইন্দা চরপাড়ার একটি বিল থেকে গলাক🌠াটা মরদেহটি উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রা♎প্ত কর্মকর্তা (ওসি🔥) মো. আনোয়ারুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় মরদেহটি নিখোঁজ আবু সৈয়দের (১৮)। তিনি রামু উপজেলার দক্ষিণ মিঠাছ🉐ড়ি ইউনিয়নের পানের ছড়া শিয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। আবু সৈয়দ ভাড়ায় চালিত টমটম (অটোরিকশা) চালক ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভাড়া নিয়ে যাওয়ার পর থেকে তিনি🌳 নিখোঁজ হন। এ ব্যাপারে থানায় ডায়েরিও করে তার পরিবার।
নিহᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚতের পরিবারের বরাত দিয়ে রামু থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, অটোরিকশা চালাক আবু সৈয়দ গত বৃহস্পতিবার বিকেলে ভাড়া নিয়ে লিংকরোডের দিকে গিয়ে নিখোঁজ হন। রোববার সকালে চেইন্দা চরপাড়ার মাঝখানে নবনির্মিত রেললাইনের পাশের বিলে মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল করতে গিয়ে দেখা গেছে মরদেহটির গলাকাটা। ধারণা করা হচ্ছে, টমটম ছিনতাই করতে গিয়ে দুষ্কৃতকারীরা তাকে হত্যা করেছে।
অরূপ কুমার চৌধুরী আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়🥀েছে। অটোরিকশা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ꧂করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।