• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নটরডেমিয়ানদের সেবায় গরীব ও অসহায় রোগীদের মুখে হাসি


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ০৭:৩৫ পিএম
নটরডেমিয়ানদের সেবায় গরীব ও অসহায় রোগীদের মুখে হাসি

ময়মনসিংহের বয়ড়ায় বাত ব্যথায় আক্রান্ত প্রায় শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা উপকরণ প্রদান করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউ✃ন্ডেশন (ইএনডব্লিওএফ)।

শুক্রবার (২৬🎉 আগস্ট) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বয়ড়ায় পাগলাবাজার এলাকায় কাউন্সไিলর কার্যালয়ে আশপাশের গ্রাম থেকে আগত লোকদের এই সেবা দেওয়া হয়।

সেবামূলক ওই অনুষ্ঠানে বাত-ব্যথায় কষ্ট পাওয়া প্রায় শতাধিক ♍রোগীকে পরামর্শসহ কো🎃মর ব্যথার করসেট, হাঁটু ব্যথার জন্য নি ক্যাপ, ঘাড় ব্যথার জন্য কলার, গরম পানির ব্যাগ এবং ব্যথানাশক ক্রিম তুলে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের গ্রাম-গঞ্জে হাজার হাজার বাত-ব্যথায় আক্রান্ত রোগী দেখা যাচ্ছে। শহরাঞ্চলে এই ধরণের চিকিৎসা থাকলেও গ্রামে খুবই অপ্রতুল। তাই এই𒁃 ধরণের রোগীদের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা উপকরণ প্রদান করার জন্য ইএনডব্লিওএফ -এর উদ্যোক্তাদের ধন্যবাদ।”

এ সময় জনহিতকর এমন কর্মসূচি সকলের সহায়তায় গ্রামে গ্রামে অব্যাহত রাখ🍒ার ঘোষণা দেন সংগঠনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইএনডব্লিওএফ -এর সহ-সভাপতি ডা. দলিলুর রহমান, মহাসচিব ডা. মতিয়ার হোসেন, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজের সহ-অধ্যাপক মুহম্মদ আনোয়ার সাদাত, ফিজিওথেরাপিস্ট ডা. মাহফুজা আক্তার রাখি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. সাহেবুল ইসলাম খান রনি, অতিরিক্ত প্রকৌশলী ইঞ্জিনিয়ার মুহা. এনামুল হক, ময়মনসিংহ সিটি করপোরেশনের ২♓৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমিনুল ইসলাম সোহেল, আবু বকর সিদ্দিক নীরব প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!