ময়মনসিংহের♛ ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন নিহ♓ত হয়েছেন। এ সময় ওই নারীর পেটে থাকা বাচ্চা চাপ খেয়ে সড়কেই প্রসব হয়। বাচ্চাটি সুস্থ আছে।
শনিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিক🍃ে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় এ ঘটনা ঘটে♒।
নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৩৫), তার স্ত্রী রত্না বেগম (২৬) ও তাদের আড়াই বছরে🌺র সন্তান জান্নাত। প্রসব হওয়া বাচ্চাটি ময়মনসি🧜ংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারা মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা⛦ নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, রত্না বেগমের গর্ভে সন্তান থাকায় আল্ট্রাসনোগ্রাম করার জন্য বাড়ি থেকে ত্রিশাল পৌর এলাকায় যান পুরো পরিবার। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা সবা♔ই নিহত হন। এ সময় অন্তঃসত্ত্বা রত্না বেগমের পেটে থাকা শিশু চাপ খেয়ে সড়কেই প্রসব হয়।
তিনি আরও জানান, নবজাতক মেয়ে বাচ্চাটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যর﷽ত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠꦆিয়েছে।