নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগ🔯তির প্রতিবাদে জয়পুরহাটে মানꦺববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার😼 (🦹২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে অংশ নেন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদ🐲ল, ছাত্রদল, শ্রমিকদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা🔴-কর্মীরা।
ꦚএ সময় বক্তারা বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা আওয়ামী লীগের রাজন꧅ীতির সঙ্গে জড়িত।”
এজন্য সরকার কো🅰নো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা।
এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হক, যুগ্ম আহ্বাಞয়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আলমগীর হোসেন, সদস্য সচিব এস এম সামস মতিন, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, তৈয়বুর রেজা, মমিন খন্দকার ডালিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তাদু﷽ল হক আদনান প্রমুখ।