ভোলার চরফ্যাশন উপজেলায় জলদস্যুদের হামলার চেষ্টার সময় সাগরে ঝাঁপ দিয়ে জালে পেঁচিয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার ব🎃ঙ্গোসাগরের মোহনার শিবচর পয়েন্টে𒐪 এ ঘটনা ঘটে বলে শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহতরা হলে💧ন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রাব্বী (১💮৫) এবং তার চাচা মিজান মাঝি (৪০)।
জেলেদের বরাত দিয়ে রোববার দুপুরে ওসি মিজানুর রহমান বলেন, রাতে শিবচর পয়েন্টে মাছ ধ🎀রছিলেন জেলেরা। এ সময় একদল দস্যু তাদের ট্রলারে হামলার চেষ্টা করে। তখন ভয়ে রাব্বী সাগরে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করতে চাচা মিজানও ঝাঁপ দেন। দুজনই নিজেদের ট্রলারের জালে পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে অন্য জেলেরা দুজনের মরদেহ উদ্ধার করে।
কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।