নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ১০ পিস টাඣপেন্টা ট্যাবলেট ও🅠 এককেজি গাঁজাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মে) বেলা ৩টার দিকে গ্রেপ্তারಞকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের নির্দেশনায়
এসআই নজরুল ইসলাম, এসআই জাহিদ, ফারুক ও জাহিদুল হোসেন💞 অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকরা 🐼হলেন- উপজেলার গণেশ পুরের মোস্তাকিন হোসেনের ছেলে মাহমুদুন্নবী (নূরনবী) (২৬), ছোটমুল্লক গ্রামের মৃত আজিমদ্দিনের ছেলে শমসের আলি (৪৬), মিঠাপুর গ্রামের রহিমের ছেলে ফজলুর (৫০), ইলসাগাড়ী গ্রামের ফয়েজ উদ্দিন তরফদারের ছেলে আসাদুজ্জামান (৪০), রাজশাহীর তানোর উপজেলার মাদারীপুর গ্রামের মোস্তফার ছেলে মিঠুন বাবু (২৬) । তারা সবাই বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা এবং এজাহারভূ🌠ক্ত আসামি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, “আদালতের দেওয়া বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত পলাতক ও মাদক মা🐼মলার আসামিদের ধরতে উপজেলাজুড়ে জোরালো অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও🅺 বলেন, “এই অভিযানের অংশ হিসেবে শুক্রবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছ✨ে।”