রংপুর নগ🎃রীর আশরতপুরে মিন্টু মিয়া নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে ওএমএস এবং সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫৪ বস্তা চাল 🐭জব্দ করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৫ মে) দু🦂পুরে ভ্রাম্যমাণ আদালত এ চাল জব্দ করে। এ ঘটনায় অভিযুক্ত মিন্টু মিয়ার বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা) মো. আমিনুল ইসলাম বলেন, “১০ টাকা কেজি দরে হতদরিদ্রদের মাঝে বরাদ্দকৃত এসব চাল খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিলেন ব্যবসা𓂃য়ী মিন্টু মিয়া। আমরা আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করছি।”
আমিনুল ইসলাম আরো বলেন, “কিছু ব্য✃বসায়ী ও অসাধু ব্যক্তি চাল চুরিতে ব্যস্ত। নানা কারসাজি আর অভিনব পন্থায় গরীবদের জন্য দেওয়া বরাদ্ধকৃত এস🎀ব চাল চুরি করছে তারা।”