• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খাটের ভেতর মিললো টিসিবির তেল-ডাল


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৭:০০ পিএম
খাটের ভেতর মিললো টিসিবির তেল-ডাল

কুমিল্লায় এক ওপেন মার্কেট সেলার (ওএমএস) ডিলারের খাটের নিচে রাখা ও বাথরুম থেকে টিসিবির সয়াবিন তেল ও ডাল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ&zw💞nj;ধিদপ্তরের কু‌মিল্লা জেলা শাখা।

বুধবার (৯ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ১১২ লিটার তেল ও আ💎ড়াইশ’ কে‌জি মসুর ডাল উদ্ধার করা হয়েছে।

ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের কু‌মিল্লা জেলা কার🌳্যাল‌য়ের সহকারী প‌রিচালক আছাদুল ইসলাম বলেন, ‍“নগরীর কা‌লিয়াজু‌ড়ি এলাকায় অ‌ভিযানকালে দেখা যায়, স্থানীয় ওএমএস ডিলার মেসার্স সাইফুল এন্টারপ্রাই‌জের মালিক ফয়সালুর রহমান দোকা‌নে টি‌সি‌বির তেল বেশি দামে বি‌ক্রি কর‌ছেন। এরপর তার বা‌ড়িতে গিয়ে খা‌টের ভেতর ও বাথরুম থে‌কে ১১২ লিটার টি‌সি‌বির তেল এবং বেডরুম থে‌কে ২৫০ কে‌জি টি‌সি‌বির মসুর ডাল উদ্ধার করা হয়। এ সময় তাকে ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

আছাদুল ইসলাম বলেন,“এসব পণ্য এ‌তিম‌দের মা‌ঝে বণ্টনের জন্য জেলা ম্যাজি‌স্ট্রেটের কা‌ছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জনস্বা&zw𝄹nj;র্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

Link copied!