খ🧜াগড়াছড়ির🃏 মাটিরাঙ্গায় পানিতে ডুবে নুসরাত জাহান (১৬) নামের এক কিশোরী মারা গেছে।
রোববার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ির গোমতী নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসও স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্🦩টা করে উদ্๊ধার করতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়ার পরে সহপাঠীদের চিৎকার শুনে নদীর আশ-পাশের লোকজন এগিয়🐠ে আসেন। একজনকে জীবিত উদ্ধার করলেও নিহত নুসরাত পানির গভীরে চলে যায়। তারপর প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয়রা তাকে খোঁজে পায়।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার জানান, সকালে নুসরাতসহ ৫ সহপাঠী গোসল করতে গোমতি নদীতে নামলে দুইজন ডুবে যায়। এর মধ্যে একজনকে জীব💦িত উদ্ধার করা হলেও তাৎক্ষনিক আরেকজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে দীর্ঘ ১ ঘণ্টা তল্লাসি চালিয়ে নুসরাতকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুসরাত জাহান ঢ♍াকার মিরপুর-১৪ এর মো. কাউসার আলমের মেয়🎐ে। সে তার মামার বাড়ি বেড়াতে এসেছিল।